সমীরণ পাল, উত্তর ২৪ পরগনা: কাশ্মীরের পহেলগাঁও জঙ্গি হামলার বদলা নিতে সফল হয়েছে  'অপারেশন সিঁদুর'।  'অপারেশন সিঁদুর' সফল হওয়ায় সিঁদুর খেলায় মেতে উঠলেন সোদপুর সুভাষ নগরের মহিলারা। সীমান্তে প্রহরায় থাকা ভারতীয় সেনাদের মঙ্গল কামনায় করলেন যজ্ঞও।

দেখে মনে হতে পারে এযেনও বিজয়া দশমী, 'অপারেশন সিঁদুর'-র সাফল্যে সিঁদুর খেলায় মাতলেন মহিলারা !

এই ছবি দেখলে মনে হবে কোনও বিজয়া দশমীর দুর্গাপূজা মণ্ডপের ছবি। কিন্তু না এই অকাল সিঁদুর খেলা কারণ হল কাশ্মীরের পহেলগাঁও জঙ্গি হামলার বদলা নিতে ভারতীয় সেনাবাহিনী তিন বিভাগের দক্ষ সৈনিকরা যেভাবে অপারেশন সিঁদুর চালিয়ে জঙ্গিদের মেরেছে সেই অপারেশন সিঁদুর সফল হওয়ার জন্য সিঁদুর খেলায় মেতে উঠলেন সুভাষ নগরের মহিলারা।

'অপারেশন সফল হওয়ার জন্যই এই সিঁদুর খেলা..'

শুধু সিঁদুর খেলা নয় পানিহাটি পুরসভার  ২ নম্বর ওয়ার্ড  সুভাসনগরের নবজাগরণ ক্লাবের উদ্যোগে মঙ্গলযজ্ঞ অনুষ্ঠিত হল সীমান্তবর্তী এলাকায় দিনরাত প্রহরায় থাকা ভারতীয় সৈনিকদের মঙ্গল কামনায়। ভারতীয় বিবাহিত নারীদের এক চিমটি সিঁদুরে ক্ষমতা কতখানি তার প্রমাণ দিতে এই অপারেশনের নাম দিয়েছিল সিঁদুর এবং সেই সিঁদুর অপারেশন সফল হওয়ার জন্যই এই সিঁদুর খেলা বলে জানান উপস্থিত মহিলারাl

পহেলগাঁওয়ে গণহত্যার পর প্রত্যাঘাত হেনেছিল ভারতীয় সেনা

অপারেশন সিঁদুর এখনও চলছে, ইতিমধ্যেই জানিয়ে দিয়েছে বায়ুসেনা। 'জাতীয় উদ্দেশ্য়পূরণে নির্দিষ্ট লক্ষ্যে গোপনীয়তার সঙ্গে অপারেশন চলছে'। বেছে বেছে নির্দিষ্ট লক্ষ্যে আঘাত হেনে সফল দায়িত্বপালন করছে বায়ুসেনা। অপারেশন সিঁদুর নিয়ে বড় আপডেট দিল ভারতীয় বায়ুসেনা। গত ৬ মে মধ্যরাতে পহেলগাঁওয়ে গণহত্যার পর প্রত্যাঘাত হেনেছিল ভারতীয় সেনা। অপারেশন সিঁদুরে বেছে বেছে ধ্বংস করা হয়েছিল ৯টি জঙ্গি ঘাঁটি। বাহাওয়ালপুর, মুরিদকে-র মতো লস্কর-জইশের ঘাঁটি গুঁড়িয়ে দেওয়া হয়। বেশ কয়েকজন শীর্ষস্তরের জঙ্গি নেতা অপারেশন সিঁদুরে নিহত হয়।

আরও পড়ুন, সংঘর্ষ বিরতির পর আজ প্রথম বৈঠক ভারত ও পাকিস্তানের, কথা হবে ২ দেশের DGMO পর্যায়ে..

মূলত পহেলগাঁওয়ে হিন্দু নিধনের বদলা নিতে অপারেশন সিঁদুর লঞ্চ করেছিল ভারত। গুঁড়িয়ে দেওয়া হয়েছিল পাকিস্তানের মূল ভূখণ্ড ও পাক অধিকৃত কাশ্মীরের ৯টি জঙ্গি ঘাঁটি।  আর উল্টে ভারতের সাধারণ মানুষকে নিশানা করে পাকিস্তান। লাগাতার সংঘর্ষ বিরতি লঙ্ঘন থেকে শুরু করে ভারতের আকাশসীমায় ঢুকে ড্রোন দিয়ে বিস্ফোরণ ঘটনোর চেষ্টা!অত্যন্ত দক্ষতার সঙ্গে সেসব সামলে, এবার পাল্টা পাকিস্তানের সামরিক ঘাঁটি গুলিকে নিশানা করতে শুরু করেছিল ভারত। গুঁড়িয়ে দেওয়া হয়েছিল একাধিক এয়ারবেস!