সমীরণ পাল, উত্তর ২৪ পরগণা : দেশে গত ২৪ ঘণ্টায় ২০ শতাংশেরও বেশি বাড়ল করোনায় দৈনিক সংক্রমণ। সামান্য কমলেও দৈনিক মৃত্যুর সংখ্যা ছশোর ওপরে। চিন্তা বাড়াচ্ছে কেরল। দক্ষিণের এই রাজ্যে গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছেন ৩১ হাজার ৪৪৫ জন। অন্যদিকে, বুধবারের হিসেব বলছে, রাজ্যে করোনায় একদিনে আক্রান্ত ৭০৮ জন। একদিনে মৃত্যু হয়েছে ১০ জনের। একদিনে সুস্থ হয়েছেন ৭৩০ জন। একদিনে উত্তর ২৪ পরগনা ও কলকাতায় ৮৯ জন করে আক্রান্ত হয়েছেন।    . করোনার তৃতীয় ঢেউ সামলাতে নবান্নে তৎপরতা। সমস্ত জেলায় নির্দেশ, অঞ্চলে অঞ্চলে নোডাল অফিসার নিয়োগ হবে। তাঁদের কাজ মাইক্রো কনটেনমেন্ট জোন তৈরি করা ও মানুষজন মাস্ক পরছেন কি না, বা চিকিৎসা সংক্রান্ত ব্যাপারে নজরদারি করা।


করোনা আবহে এবছরও কচুয়া লোকনাথ ধামে সর্বসাধারণের সঙ্গে পালিত হবে না জন্মাষ্টমী

এরই মধ্যে সামনেই আসছে উত্সবের মরশুম। আগামী সোমবার, ৩০ অগাস্ট জন্মাষ্টমী। এদিন শ্রীকৃষ্ণ পুজোর সঙ্গে সঙ্গে লোকনাথ ধামে বড় করে পালিত হয় জন্মাষ্টমী উত্সব। কিন্তু এই বছর করোনা পরিস্থিতিতে বন্ধ থাকছে দেগঙ্গার চাকলা ধামে জন্মাষ্টমী পালন। সাধারণ ভক্তরা ওইদিন আসতে পারবেন না মন্দিরে। নির্দেশিকা জারি করা হয়েছে প্রশাসনের তরফে। লোকনাথ ব্রহ্মচারীর জন্মস্থান এই চাকলা ধাম।  প্রতিবছর ভাদ্র মাসের ১ তারিখে এই জন্মষ্টমী উদযাপিত হয়। কিন্তু এই বছর মন্দিরে নিয়মমাফিক পুজো হলেই কোনও উত্সবের আয়োজন থাকছে না। ২০২০ থেকে করোনা পরিস্থিতিতে লোকনাথ ধামে এই জন্মাষ্টমী বন্ধ রয়েছে প্রশাসনিক নির্দেশে। মন্দির কর্তৃপক্ষ থেকে জানানো হয় এ বছরও  প্রশাসনিকভাবে কড়া নির্দেশিকা জারি করা হয়েছে। 

জন্মাষ্টমী উপলক্ষে রাজ্যের বিভিন্ন জেলার থেকে নদী থেকে জল নিয়ে পুজো দিতে আসেন ভক্তরা। যেমন বাবুঘাট, ইছামতি ঘাট, বাগবাজার ঘাটসহ একাধিক ঘাট থেকে বাঁকে করে জল নিয়ে এসে পুণ্যার্থীরা লোকনাথ বাবার মাথায় ঢালত। এতে মনোবাসনা পূর্ণ হয় ও পুণ্য অর্জন হয় বলে মানুষের বিশ্বাস।  তাই  প্রতিবছর এই জন্মাষ্টমী উপলক্ষে লক্ষ লক্ষ মানুষের সমাগম হয় এই কচুয়া লোকনাথ ধামে।


প্রতিবছর সারা দেশে ধূমধাম করে পালিত হয় জন্মাষ্টমী উত্‍সব। সেই সঙ্গে বেশ কিছু মন্দিরে আলাদা করে আয়োজন করা হয় বিশেষ পুজোর। কিন্তু ২০২০ থেকে বদলো গেছে ছবিটা। যে কোনও উত্সব পালনের ক্ষেত্রেই মেনে চলতে হবে করোনা বিধি নিষেধ। প্রতিবছরই এই বিশেষ দিনটি উদযাপনের জন্য মানুষ নানারকম প্রস্তুতি নেয়। উত্তর ২৪ পরগণার কচুয়ার লোকনাথ ধামেও মহা ধূমধামে পালিত হয় এই উত্সব। কিন্তু গত বছর থেকে তা বন্ধ। করোনা পরিস্থিতিতে এবছরও কচুয়া লোকনাথ ধামে শ্রীশ্রীলোকনাথ ব্রহ্মচারী জন্মাষ্টমী উত্সব স্থগিত রাখা হয়েছে প্রশাসনিক নির্দেশে।