কামারহাটি: কামারহাটিতে কলেরার উৎস জল। রোগীদের নমুনার পর এবার জলের নমুনা রিপোর্টেও মিলল কলেরার জীবাণু। স্বাস্থ্যভবন সূত্রে খবর কামারহাটি থেকে জলের নমুনায় মিলল ভিব্রিও কলেরি। কামারহাটিতে কলেরা পরিস্থিতির উন্নতি হয়েছে। হাসপাতালে কমছে রোগীর সংখ্যা। স্বাস্থ্য অধিকর্তা অজয় চক্রবর্তী জানিয়েছেন, আজ নতুন করে ৫৬ জন হাসপাতালে ভর্তি হয়েছে।
উল্লেখ্য, গতকালই জানা গিয়েছিল কামারহাটিতে ডায়েরিয়ার প্রকোপের কারণ কলেরার জীবাণু। ডায়রিয়া আতঙ্ক চলছিলই। এরপর মিলেছিল কলেরার জীবাণু। সাগর দত্ত মেডিক্যাল থেকে ৩টি নমুনা যায় নাইসেডে। ৩টি নমুনাতেই মিলল কলেরার জীবাণু। ভর্তি সব রোগী কলেরা আক্রান্ত ধরে চিকিৎসা শুরু হয়েছে সাগর দত্ত মেডিক্যাল কলেজে। তবে এখনও পর্যন্ত বলা যাচ্ছে না কলেরার জীবাণুর উত্স কোথায়, জল না কোনও খাবার।
ডায়েরিয়ার মতো উপসর্গ নিয়ে এই মুহূর্তে সাগর দত্ত মেডিক্যালে ভর্তি ১২০ জন। কামারহাটি ইএসআই-তে ভর্তি রয়েছেন ৫০ জন। National Institute of Cholera and Enteric Diseases বা NICED’এ ৩ জন রোগীর নমুনা পাঠানো হয়।
উত্তর ২৪ পরগনা জেলা স্বাস্থ্য দফতরের তরফে জানানো হয়েছে, এখনও পর্যন্ত কামারহাটিতে ১৬৪ জন অসুস্থ হয়েছেন। তারমধ্যে ১২৪ জন ভর্তি রয়েছেন সাগর দত্ত মেডিক্যাল কলেজে। বাকিরা আরও কয়েকটি হাসপাতালে চিকিৎসাধীন। ইতিমধ্যে ৪ জনের মৃত্যুর খবর পাওয়া গেলেও, স্বাস্থ্য অধিকর্তা অজয় চক্রবর্তী মঙ্গলবার জানিয়ে দেন, ' মৃতদের মধ্যে দুই মহিলার মৃত্যুর কারণ, কিডনি বিকল হয়ে যাওয়া। ডায়েরিয়া নয়। '
এ দিন মুখ্য স্বাস্থ্য আধিকারিক জানিয়েছেন, এখনও পর্যন্ত ডায়েরিয়ায় ২ জনের মৃত্যু হয়েছে। এই অবস্থায় পরিস্থিতি খতিয়ে দেখতে এদিন সকালে কামারহাটিতে যান স্বাস্থ্য দফতরের যুগ্ম অধিকর্তা। ছিলেন আরও কয়েকজন স্বাস্থ্যকর্তা। প্রথমেই তাঁরা যান সাগর দত্ত মেডিক্যাল কলেজে।
এরপর আসেন কুমোরপাড়া এলাকায় এই মেডিক্যাল ক্যাম্পে। খতিয়ে দেখেন চিকিৎসা পরিকাঠামো। মেডিক্যাল কলেজ, মেডিক্যাল ক্যাম্প ঘুরে স্বাস্থ্যকর্তারা যান পুরসভায়। পরিস্থিতি মোকাবিলায় কী করণীয়, তা ঠিক করতে উচ্চপর্যায়ের বৈঠক করেন আধিকারিকরা।