সমীরণ পাল, সন্দীপ সরকার, কামারহাটি: NICED এর আশঙ্কাই সত্যি হল! কামারহাটিতে ডায়েরিয়ার প্রকোপের কারণ কলেরার জীবাণু।ডায়রিয়া আতঙ্ক চলছিলই। এবার মিলল কলেরার জীবাণু। সাগর দত্ত মেডিক্যাল থেকে ৩টি নমুনা যায় নাইসেডে। ৩টি নমুনাতেই মিলল কলেরার জীবাণু। ভর্তি সব রোগী কলেরা আক্রান্ত ধরে চিকিৎসা শুরু হয়েছে সাগর দত্ত মেডিক্যাল কলেজে। তবে এখনও পর্যন্ত বলা যাচ্ছে না কলেরার জীবাণুর উত্স কোথায়, জল না কোনও খাবার। 
 
ডায়েরিয়ার মতো উপসর্গ নিয়ে এই মুহূর্তে সাগর দত্ত মেডিক্যালে ভর্তি ১২০ জন। কামারহাটি ইএসআই-তে ভর্তি রয়েছেন ৫০ জন। National Institute of Cholera and Enteric Diseases বা NICED’এ ৩ জন রোগীর নমুনা পাঠানো হয়।

 উত্তর ২৪ পরগনা জেলা স্বাস্থ্য দফতরের তরফে জানানো হয়েছে, এখনও পর্যন্ত কামারহাটিতে ১৬৪ জন অসুস্থ হয়েছেন। তারমধ্যে ১২৪ জন ভর্তি রয়েছেন সাগর দত্ত মেডিক্যাল কলেজে। বাকিরা আরও কয়েকটি হাসপাতালে চিকিৎসাধীন। ইতিমধ্যে ৪ জনের মৃত্যুর খবর পাওয়া গেলেও, স্বাস্থ্য অধিকর্তা অজয় চক্রবর্তী মঙ্গলবার জানিয়ে দিয়েছেন,  ' মৃতদের মধ্যে দুই মহিলার মৃত্যুর কারণ, কিডনি বিকল হয়ে যাওয়া। ডায়েরিয়া নয়। ' 



আরও পড়ুন: Medical Jobs West Bengal : কলকাতার এই হাসপাতালে নিয়োগ শুরু, ১৮ সেপ্টেম্বর আবেদনের শেষ তারিখ


এদিন মুখ্য স্বাস্থ্য আধিকারিক জানিয়েছেন, এখনও পর্যন্ত ডায়েরিয়ায় ২ জনের মৃত্যু হয়েছে। এই অবস্থায় পরিস্থিতি খতিয়ে দেখতে এদিন সকালে কামারহাটিতে যান স্বাস্থ্য দফতরের যুগ্ম অধিকর্তা। ছিলেন আরও কয়েকজন স্বাস্থ্যকর্তা। প্রথমেই তাঁরা যান সাগর দত্ত মেডিক্যাল কলেজে। 

এরপর আসেন কুমোরপাড়া এলাকায় এই মেডিক্যাল ক্যাম্পে। খতিয়ে দেখেন চিকিৎসা পরিকাঠামো। মেডিক্যাল কলেজ, মেডিক্যাল ক্যাম্প ঘুরে স্বাস্থ্যকর্তারা যান পুরসভায়। পরিস্থিতি মোকাবিলায় কী করণীয়, তা ঠিক করতে উচ্চপর্যায়ের বৈঠক করেন আধিকারিকরা।


এদিকে, কামারহাটি পুরসভার তরফে জানানো হয়েছে, পরিস্থিতি মোকাবিলায় ৩টি মেডিক্যাল ক্যাম্প খোলা হয়েছে। এছাড়া আরও ৭টি স্বাস্থ্যকেন্দ্রেও চিকিৎসা চলছে। NICED-এর আশঙ্কাই সত্যি! সাগর দত্ত মেডিক্যাল থেকে  যাওয়া ৩ নমুনাতেই মিলল কলেরার জীবাণু




আরও পড়ুন : Howrah Theft : একই এলাকায় ১০দিনে ৭টি চুরি! আতঙ্কে ঘুম ছুটেছে হাওড়ার জগতবল্লভপুরের বড়গাছিয়া এলাকার বাসিন্দাদের