সমীরণ পাল, উত্তর ২৪ পরগনা: প্রার্থী নিয়ে অসন্তোষ, কামারহাটিতে কার্যত ‘ধর্মঘট’। বাস-টোটো-অটো বন্ধ করে দিল আইএনটিটিইউসি। ১ থেকে ৭ নম্বর ওয়ার্ডের প্রার্থী নিয়ে প্রতিবাদ। প্রার্থী বদল না করলে কাল কারখানাও বন্ধের হুঁশিয়ারি। এদিকে জেলায় জেলায় অশান্তি বাড়ছে তৃণমূলের প্রার্থী তালিকা নিয়ে। যা নিয়ে জ্যোতিপ্রিয় মল্লিকের অভিযোগ, সিপিএম-কংগ্রেস-বিজেপি পরিকল্পনা করে করছে। তৃণমূলের কেউ বিক্ষোভ দেখায়নি।
উত্তর থেকে দক্ষিণ, জেলায় জেলায় তৃণমূলের পুরসভার প্রার্থী তালিকা নিয়ে বিক্ষোভ। এখনও পর্যন্ত ১৮টি জেলা বিক্ষোভ হয়েছে। তৃণমূলের প্রার্থী তালিকা নিয়ে বিক্ষোভ বর্ধমানেও। রাস্তা অবরোধ। পুলিশের সঙ্গে বচসা। উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। প্রার্থী নিয়ে তৃণমূলকর্মীদের একাংশের বিক্ষোভ, পুলিশের লাঠিচার্জ। ১০ নম্বর ওয়ার্ডে প্রার্থী বদলের প্রতিবাদ। ৩ নম্বর ওয়ার্ডের প্রার্থীকে কেন ১০ নম্বর ওয়ার্ডের প্রার্থী করা হল, তা নিয়ে প্রশ্ন। রবীন্দ্রনগর থানায় বিক্ষোভকারীদের সরাতে গেলে পুলিশের সঙ্গে বচসা, লাঠিচার্জ।
আরও পড়ুন, তিন নদীকে দেবী রূপে বন্দনা, লেক কালীবাড়িতে একসঙ্গে পূজিতা গঙ্গা-যমুনা-সরস্বতী
উত্তর দিনাজপুরের ইসলামপুরের ১৪ নম্বর ওয়ার্ডে প্রার্থী বদলের দাবিতে জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি কানাইয়ালাল আগরওয়ালের বাড়ির সামনে তৃণমূল কর্মীদের একাংশের বিক্ষোভ। শীর্ষ নেতৃত্বকে জানিয়েছে, তারাই চূড়ান্ত সিদ্ধান্ত নেবে। জানালেন কানাইয়ালাল আগরওয়াল।
অন্যদিকে, ময়নাগুড়ি পুরভোটের প্রার্থী নিয়ে ক্ষোভ, চেয়ারম্যানের ইস্তফা। পুরসভার নির্বাচন পরিচালন কমিটির চেয়ারম্যানের ইস্তফা। চেয়ারম্যানের পদে অব্যাহতি চেয়ে অনন্তদেব অধিকারীর ইস্তফা। তালিকা নিয়ে ক্ষোভ সামলাতে পারছি না বলে পদত্যাগ। জলপাইগুড়ির জেলা সভানেত্রীর কাছে অনন্তদেবের ইস্তফা। ‘বিক্ষোভ হচ্ছে, চিঠি পেয়েছি, তালিকা সংশোধনের জন্য পাঠিয়েছি’, পরে সব ঠিক হয়ে যাবে, দাবি জলপাইগুড়ি তৃণমূল সভানেত্রীর।