সমীরণ পাল, উত্তর ২৪ পরগনা : আবার আলোচনায় মদন মিত্র ( Madan Mitra )। মদন মিত্র মানেই চেনা লাইনের বাইরে গিয়ে কথা বলা। সোজাসাপ্টা কথা বলতে মদনের জুড়ি মেলা ভার ! গত বছর থেকে একাধিকবার গান গাইতে দেখা গিয়েছে মদন মিত্রকে। বিধানসভা ভোটের ( Assembly Election 2021 ) আগে বিরোধী শিবির থেকে ভোটে দাঁড়ানো অভিনেত্রীদের সঙ্গে রঙ খেলতেও দেখা যায় তাঁকে। এবার তাঁকে দেখা গেল নিমতায় তৃণমূলের বিজয়া সম্মিলনীর মঞ্চে হিন্দি গানের সঙ্গে নাচতে ।
জনপ্রিয় হিন্দি গানের সঙ্গে দেখা গেল মদন মিত্রকে। এ নিয়ে একটা ভিডিও ভাইরালও হয়। তাতে দেখা যায়, দলীয় কর্মীদের সঙ্গে নাচের তালে পা মেলাচ্ছেন মদন মিত্র। ওই মঞ্চেই তাঁকে বলতে শোনা যায়, ডিসেম্বরে বড় যুদ্ধ আসছে! তার জন্য কর্মীরা যেন প্রস্তুত থাকেন।
এর আগেও এই নিয়ে হুঙ্কার দেন মদন। কামারহাটির ১৬ নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেসের উদ্যোগে বিজয়া সম্মিলনী অনুষ্ঠানে তিনি বলেন, 'যাঁরা নির্দোষ , তাঁদের ফাঁসানোর চেষ্টা করলে আগুন জ্বলবে', বেলঘরিয়ায় আয়োজিত বিজয়া সম্মিলনীতে হুঁশিয়ারি কামারহাটির তৃণমূল বিধায়ক (MLA) মদন মিত্রের (Madan Mitra)। তাঁর মতে, যে অন্যায় করবে ইডি সিবিআই তাকে ধরুক। কোনও অসুবিধা নেই। কিন্তু নির্দোষদের ফাঁসানোর চেষ্টা হলে পরিস্থিতি যে ভাল হবে না, সে কথা স্পষ্ট তাঁর কথায়। পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তৃণমূল বিধায়ক বলেন, 'কালীপুজোর পর বিজেপি রাজ্যের সরকারের বিরুদ্ধে আরও ভয়ঙ্কর ষড়যন্ত্র করতে চলেছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় ও তাঁর পরিবারের সঙ্গে যা হচ্ছে, মোটেও ঠিক না।'
শুধু এতেই থামেননি তিনি। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ও কেন্দ্রের ভূমিকা নিয়ে হুঁশিয়ারির পাশাপাশি জানান, যে কোনও পরিস্থিতিতে তিনি বাংলার মানুষের পাশে থাকবেন। তাঁর কথায়, ' মদন মিত্র শুধু তৃণমূলের বিধায়ক নয়। বিজেপির বিধায়ক, সিপিএমের বিধায়ক, কংগ্রেসের বিধায়ক, সাধারণ মানুষের বিধায়ক। আমাকে ফোন করলেই আমি আপনাদের কাছে পৌঁছে যাব।' তবে যে ভঙ্গিমায় তিনি হুঁশিয়ারি দিয়েছেন সেটিই আপাতত শিরোনামে। প্রসঙ্গত, বিতর্কিত মন্তব্যের অভিযোগ আগেও একাধিকবার উঠেছে তৃণমূল বিধায়কের বিরুদ্ধে।