সমীরণ পাল, গোপালনগর: উত্তর ২৪ পরগনার গোপালনগরে গোডাউনে হানা দিয়ে বিপুল পরিমাণ নিষিদ্ধ শব্দবাজি বাজেয়াপ্ত করল পুলিশ। গ্রেফতার করা হয়েছে ওই গোডাউনের মালিককে। গতকাল সন্ধেয় গোপালনগর ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের সুন্দরপুর এলাকায় ওই গোডাউনে হানা দেয় পুলিশ। পুলিশ সূত্রে খবর, প্রায় ৭ থেকে ৮ লক্ষ টাকার নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার হয়। পাশাপাশি, গতকাল সন্ধেয় গাইঘাটা থানার পুলিশ ঠাকুরনগর বাজারে হানা দিয়ে প্রচুর শব্দবাজি বাজেয়াপ্ত করে। দুই বিক্রেতাকে গ্রেফতার করা হয়েছে বলে পুলিশ সূত্রে খবর।
প্রচুর পরিমাণ শব্দ বাজি তৈরির মশলা উদ্ধার করল (Fire crackers ingredients ), বীরভূমের নানুর থানার পুলিশ(Birbhum Police)। গত কয়েকদিনে বিভিন্ন জায়গায় তল্লাশি চালিয়ে, উদ্ধার করেছে লক্ষাধিক টাকার নিষিদ্ধ শব্দবাজি।
মঙ্গলবার ভোররাতে নানুরের রামকৃষ্ণপুর গ্রাম থেকে গণেশ ঘোষ নামে এক ব্যক্তির বাড়ি থেকে, প্রায় দেড় কুইন্টাল এর বেশি বিভিন্ন ধরনের শব্দ বাজি তৈরির মশলা উদ্ধার করে পুলিশ। যার আনুমানিক বাজার মূল্য কয়েক লক্ষ টাকা। বিভিন্ন জায়গায় যখন বাজি তৈরীর কারখানায় বিস্ফোরণের ঘটনা ঘটছে,ঠিক তখন এখানে এই প্রচুর পরিমাণ বাজি তৈরির মসলা উদ্ধার হয়েছে । পুলিশ সূত্রে জানা গিয়েছে, ২০১৭ সালের পর থেকে গণেশ ঘোষের কাছে বাজি তৈরির কোনও বৈধ কাগজ ছিল না। সে বেআইনিভাবে, শব্দ বাজি তৈরি করে আসছিল, এবং বিভিন্ন জায়গায় সেগুলি সে সরবরাহ করতো।
অপরদিকে, সম্প্রতি প্রচুর বাজি উদ্ধার করে নিউটাউন থানার পুলিশ । বাজি উদ্ধারের ঘটনায় গ্রেফতার দুই। নিউটাউন থানা এলাকার জ্যোতিনগর থেকে এই বিপুল বাজি উদ্ধার হয়।প্রায় ২০০কেজি বাজি উদ্ধার করা হয়। পাশাপাশি সেপ্টেম্বরের শেষে, দুর্গা পুজোর আগে, নিষিদ্ধ বাজির রমরমা চোখে পড়তে শুরু করে। পুরুলিয়ায় লরি ভর্তি নিষিদ্ধ বাজি উদ্ধার করে পুলিশ । লরির চালককে গ্রেফতার করা হয়। আটক করা হয়েছে বিপুল পরিমাণ বাজি। ভিন্ রাজ্য থেকে এ রাজ্যে নিষিদ্ধ বাজি ঢুকছিল বলে জানা যায়। রাতে বাজি ভর্তি ওই লরিটিকে আটক করে পুরুলিয়ার সদর থানার পুলিশ । পুলিশ সূত্রে জানা গিয়েছে, রাতে ঝাড়খণ্ডের রাঁচি থেকে গাড়িটি ঢোকে পুরুলিয়ায়। পুরুলিয়া শহরের রাঁচি রোড এলাকায় নাকা চেকিং করার সময় সেটিকে আটক করা হয়।