সমীরণ পাল , উত্তর চব্বিশ পরগনা : পঞ্চায়েত ভোটের ( Panchayet Poll ) আগে উত্তাপ চড়ছে বঙ্গ রাজনীতির। তুঙ্গে পৌঁছচ্ছে নেতাদের বাগযুদ্ধ। হুমকি, পাল্টা হুমকি, হুঙ্কার ! আবারও বাক্যবান ছুড়ে ফোকাসে মদন মিত্র। ফের মদন মিত্রের গলায় খেলার ডাক। বললেন, কোদাল কাস্তে হাতে থাকলে বিজেপির দস্যু ডাকাতরা জমি দখল করতে পারবে না। বুথে এজেন্টই দিতে পারবে না।


রবিবার, উত্তর ২৪ পরগনার ঘোলা বিলকান্দা ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে কৃষকদের কোদাল ও শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠান ছিল। উপস্থিত ছিলেন দমদমের তৃণমূল সাংসদ সৌগত রায় ( Sougata Roy ) ও কামারহাটির তৃণমূল বিধায়ক মদন মিত্র ( Madan Mitra )। সেখানেই মদন মিত্র বলেন, খেলা কিন্তু শুরু হয়ে গেল বিলকান্দা থেকে। সিপিএম বিজেপি শুনে রাখ. রাজ্যের এই সভা থেকে কোদাল আর কাস্তে খেলা শুরু হয়ে গেল। ৯০ মিনিট খেলতে হবে না প্রথম পাঁচ মিনিটেই খেলা শেষ হয়ে যাবে। 


আরও পড়ুন , 


Garia Howrah Fire : সাতসকালে গড়িয়ার ঘিঞ্জি এলাকায় ভয়াবহ আগুন, হাওড়াতেও অগ্নিকাণ্ড!


তিনি আরও বলেন, ' খেলা কিন্তু শুরু হয়ে গেল। বিলকান্দা ১, সিপিএম-বিজেপি শুনে রাখ আজকের এই মিটিং থেকে এই কোদাল আর কাস্তে, খেলা কিন্তু শুরু হয়ে গেল। গেট রেডি ফর ফাইনাল ম্যাচ। উই আর রেডি। আমরা আছি। এবং একেবারে গোলশূন্য খেলা। ৯০ মিনিটও খেলতে হবে না। প্রথম পাঁচ মিনিটেই খেলা শেষ হয়ে যাবে। '


সোজাসুজি তিনি বললেন, ' আমরা বুথ থেকে ১ কিলোমিটার দূরে থাকব। আরে বোকার দল,খালি বলছে তৃণমূল হামলা করবে। তৃণমূল দখল নেবে। আরে ভোট হলে তো দখল নেবে? আরে ভোট হবে না, অন্য কোনও কারণ নয়, আমার তো দুটো দল লাগবে। দু’দিকের গোলপোস্টে লোক লাগবে তো। বুথেই তো এজেন্টই দিতে পারবে না।  কিন্তু আমরা কী করব? ক্যান্ডিডেট নেই তো। ' 


কিছুদিন আগেই নন্দকুমার মডেল প্রসঙ্গ টেনে দুই বিরোধী দলের উদ্দেশে হুমকি দিলেন তৃণমূল বিধায়ক মদন মিত্র। তিনি সরাসরি বলেন, 'কখন কোথায় টপকে যাবেন, নিজেদেরই বুঝতে অসুবিধা হবে। ' তিনি বলেন, 'আমি থ্রেট করছি না। কিন্তু আসা-যাওয়ার পথে একটু সাবধানে আসবেন। রাস্তায় খানা-খন্দ আছে। বাম্পার আছে। কখন কোথায় টপকে যাবেন, নিজেদেরই বুঝতে অসুবিধা হবে।'