সমীরণ পাল, উত্তর ২৪ পরগনা :  কাঁকিনাড়া থেকে কুলপি। মিনাখাঁ থেকে মানিকচক। পঞ্চায়েত ভোটের আগে, কোথাও বোমা ফেটে বাচ্চাদের প্রাণ যাচ্ছে, কোথাও রক্ত ঝরছে! ২৪ পরগনার কুলপিতে বোমা ফেটে জখম হয়েছিল দুই কিশোর। কালভার্টের তলায় রাখা ছিল বোমা। অজান্তে তা তুলে নিয়ে ছুড়তেই বিস্ফোরণ ঘটে বলে স্থানীয় সূত্রে খবর।


কাঁকিনাড়ায় বিস্ফোরণে শিশু মৃত্যু ( Bomb Blast Death ) ঘটে গত অক্টোবর মাসে। ১৪ নভেম্বর সাঁইথিয়ায় বিস্ফোরণে জখম হয় কিশোর। মানিকচকে আহত হয় শিশু । নরেন্দ্রপুরেও। এরপর .কুলপিতে বিস্ফোরণে আহত হয় শিশু। আর এরপর বসিরহাটে ফের বিস্ফোরণ। এবার স্থানীয়দের দাবি, বল ভেবে বোমা নিয়ে এসেছিল নাবালক ! তা ফেটেই ঘটে গেল ভয়ঙ্কর বিস্ফোরণ। 


বসিরহাটে ঠিক কী ঘটে


বিস্ফোরণে জখম  হয়েছে এক নাবালক সহ ২ জন। বসিরহাটের রামনগরে রান্নাঘরে বিস্ফোরণ ঘটে বলে জানা গিয়েছে। আর এতে গুরুতর আহত হয়েছে এক নাবালক। আহত হয়েছেন সনিয়া বিবি নামে এক গৃহবধূও। বোমা ফেটে জখম, দাবি করছেন স্থানীয়রা। পুলিশ বোমা বিস্ফোরণের খবর স্বীকার করেনি। 


পঞ্চায়েত ভোট  ( Panchayet Poll ) যত এগিয়ে আসছে, রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশ্ন, ততই জোরাল হচ্ছে। আরও মারাত্মক বিষয় হল,  বোমা-বারুদের আঁচ থেকে নিস্তার পাচ্ছে না কচিকাঁচারাও। 


আরও পড়ুন: TMC: ‘দলের পুরনো কর্মীরা ভাল নেই’ বেসুরো রবীন্দ্রনাথ ঘোষ, তৃণমূলে কোন্দল?


কেঁপে ওঠে কুলপি থানা এলাকার ছামনাবনি গ্রাম


কিছুদিন আগে বোমার শব্দে কেঁপে ওঠে কুলপি থানা এলাকার ছামনাবনি গ্রাম।  স্থানীয় সূত্রে খবর, এই কালভার্টের উপরে বসে ছিল কয়েকজন কিশোর। কালভার্টের নীচে প্লাস্টিকে মোড়া কিছু একটা জিনিস দেখতে পায় তারা। কৌতুহলের বশে একজন সেটি তুলে নিয়ে, কালভার্টের দেওয়ালে ছুড়ে মারে।  তখনই প্রচণ্ড শব্দে ফেটে যায় সেই জিনিসটি। গুরুতর জখম হয় দুই কিশোর। পুলিশ সূত্রে দাবি করা হচ্ছে, কৌটো বোমা ফেটে জখম হয়েছে দুই কিশোর। তাদের শরীরে বিভিন্ন জায়গায় রয়েছে স্পিলন্টারের ক্ষত।


আর কয়েক মাস পর পঞ্চায়েত ভোট। কিন্তু, তার আগেই যেভাবে একের পর এক বিস্ফোরণের ঘটনা সামনে আসছে, তাতে বিভিন্ন মহলে প্রশ্ন উঠছে, ভোটের সময় কী হবে! 


কাঁকিনাড়ায় রেললাইনের ধারে বল ভেবে বোমা নিয়ে খেলতে গিয়ে মৃত্যু


এর আগে ২৫ অক্টোবর, কাঁকিনাড়ায় রেললাইনের ধারে বল ভেবে বোমা নিয়ে খেলতে গিয়ে মৃত্যু হয় ৭ বছরের এক শিশুর। বিস্ফোরণে হাত উড়ে যায় ১০ বছরের এক বালকের।


সোনারপুরে 'নাবালককে লক্ষ্য করে বোমা'


২৮ অক্টোবর, সোনারপুরের খেয়াদা ২ নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকায় দুষ্কৃতীদের মজুত বোমার হদিশ পেয়ে যাওয়ায়, ৫ নাবালককে লক্ষ্য করে বোমা ছোড়ার অভিযোগ ওঠে। 


বোমাবাজির ঘটনায় পা উড়ে যায় এক তৃণমূল কর্মীর পা


সাঁইথিয়ায় গ্রাম দখল ঘিরে তৃণমূলের গোষ্ঠী-বিবাদের জেরে বোমাবাজির ঘটনায় পা উড়ে যায় এক তৃণমূল কর্মীর পা। সেখানেও গুরুতর জখম হয় ১৪ বছরের কিশোর। 


মামা বাড়িতেই বোমা ফেটে মৃত্যু হয় নাবালিকার


 উত্তর ২৪ পরগনার মিনাখাঁয় মামা বাড়িতেই বোমা ফেটে মৃত্যু হয় নাবালিকার। আরও কতবার এইভাবে সন্ত্রাসের বলি হবে শৈশব? প্রশ্ন উঠছে এই ঘটনা ঘিরে।