কলকাতা : নিজেই হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন কয়েকদিন আগে। কিন্তু তিনি বিশ্রাম করার পাত্র নন। শুক্রবারই তড়িঘড়ি বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারকে ( Sukanta Majumdar ) হাসপাতালে দেখতে ছুটলেন মিঠুন চক্রবর্তী ( Mithun Chakraborty ) । সুকান্তকে দেখে বেরিয়ে তিনি জানালেন, আগের থেকে তিনি অনেক ভাল আছেন। বলে 'সব সময় বলছেন সন্দেশখালিতে ( Sandeshkhali ) কী হচ্ছে দেখো দাদা। সন্দেশখালি যেতে চায়। ওখানকার মা-বোনদের সঙ্গে থাকতে চায়।'
'তাঁরা জেগে উঠেছেন'
হাসপাতাল থেকে ছাড়া পেয়েই মিঠুন বাংলার রাজনীতি নিয়ে মুখ খুলেছিলেন। বলেছিলেন, লোকসভা ভোটের আগে পুরোদমে বিজেপির জন্য মাঠে নামবেন। দরকারে রাজ্যের বাইরে গিয়েও প্রচার করবেন। এবার সন্দেশখালি নিয়ে মুখ খুললেন বিজেপি নেতা মিঠুন চক্রবর্তী। বললেন, ' সময় এসে গেছে, জেগে উঠুন। যদি মহিলাদের সঙ্গে এভাবে ব্যবহার হয়, যদি মহিলাদের এভাবে ব্যবহার করা হয়, এর থেকে ঘৃন্য কাজ কিছু হতে পারে না। আমি বুঝতে পারছি, কিন্তু মহিলাদের সঙ্গে এই ধরনের কাজ ! রাজনীতি অন্য বিষয়। আমরা রাজনৈতিক লড়াই করব, রাজনৈতিক কথা বলব, কিন্তু এটা রাজনীতির বিষয় নয়। এরপরও ওঁদের উপর আর কোনও অত্যাচার যেন না হয়, তাঁরা জেগে উঠেছেন, কথা বলছেন, সেটা যেন রুদ্ধ করা না হয়।'
' পুরো সত্যটা আরও বড় করে বেরিয়ে আসবে'
শুক্রবারই সন্দেশখালি যাওয়ার পথে আটকানো হয় নাড্ডার পাঠানো বিজেপির প্রতিনিধি দলকে । এই বি্ষয়ে প্রশ্ন করা হলে মিঠুন বলেন, 'বাধা না দিলে তো কোনও রাস্তা নেই। বাধা না দিলে তো পুরো সত্যটা আরও বড় করে বেরিয়ে আসবে, বাধা তো দিতেই হবে।'
বৃহস্পতিবারই বিধানসভায় দাঁড়িয়ে কার্যত শেখ শাহজাহানকে ক্লিনচিট দেন মুখ্য়মন্ত্রী। তিনি বলেন, 'আগে টার্গেট শেখ শাহজাহান। ওকে টার্গেট করে ED ঢুকল। তারপরই সবাইকে বার করে দিয়ে, ওখানে আদিবাসী ও সংখ্য়ালঘুদের মধ্য়ে ঝগড়া লাগিয়ে দিল।' এই বিষয়ে মিঠুনকে প্রশ্ন করা হলে তিনি বলেন, ' এটা তো আপনাদের দেখা উচিত, শেখ শাহজাহান সত্যি করে ভাল মানুষ না খারাপ মানুষ, কেন মুখ্যমন্ত্রী তাঁর পাশে দাঁড়াচ্ছেন? অনেক কিছু ব্যাপার আছে, কারণ সত্যটা এত বড় করে বেরোবে যেটা হয়তো সামলাতে পারবে না, তাই শাহজাহানকে এখন গার্ড দিতেই হবে।'
' RSS কোনও নেগেটিভ ফোর্স নয়'
বৃহস্পতিবার সন্দেশখালি সম্পর্কে বলতে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ' সন্দেশখালি আজকে নতুন নয়। ওখানে RSS-এর একটা বাসা আছে। ৭-৮ বছর আগেও দাঙ্গা হয়েছিল ওখানে। কতগুলো দাঙ্গা স্পটের মধ্য়ে এটাও একটা স্পট মনে রাখবেন। ' এই প্রসঙ্গে মিঠুন বলেন, 'RSS পুরো ভারতবর্ষে আছে কেন, পুরো পৃথিবীতে RSS আছে। ১৩ কোটি সদস্য RSS-এর। RSS কোনও নেগেটিভ ফোর্স নয়, দেশ তৈরির জন্য পজিটিভ ফোর্স। '
আরও পড়ুন :
'আমরা কি ক্রিমিনাল?' বাঁশের ব্যারিকেডে আটকাতেই বিজেপির প্রতিনিধি দলের সঙ্গে ধুন্ধুমার পুলিশের