উত্তর ২৪ পরগনা: আজ ফের সন্দেশখালি (Sandeshkhali Incident) যাওয়ার ঘোষণা সুকান্ত মজুমদারের (Sukanta Majumdar)। এর আগে সন্দেশখালি যেতে গিয়ে বাধার মুখে পড়েছিলেন শুভেন্দুরা। যদিও ফের যাওয়ার হুঁশিয়ারি দিয়েছিলেন তিনি। ওদিকে গতকাল সুকান্তদের এসপি অফিস অভিযান ঘিরে তুলকালাম হয় বসিরহাটে। আর ২৪ ঘণ্টা পেরোতেই টাকিতে সুকান্ত মজুমদারের হোটেল ঘিরে কড়া নিরাপত্তা পুলিশের। হোটেলেই সরস্বতী পুজোর আয়োজন বিজেপির।
মাঝরাতে বসিরহাটের এসপি অফিসের সামনে বিজেপির ধর্না তুলে দেয় পুলিশ। কিছুক্ষণের জন্য আটক করা হয় সুকান্ত মজুমদার সহ বেশ কয়েকজন বিক্ষোভকারীকে। যদিও কিছুক্ষণ পর ফের ছেড়ে দেওয়া হয় বিজেপির রাজ্য সভাপতিকে। গতকাল বিজেপি-পুলিশ খণ্ডযুদ্ধে জখম হয়েছেন আইসি সহ ৩৭ জন পুলিশ কর্মী। হাত ভেঙেছে বসিরহাট থানার আইসি-র। মাথায় গুরুতর আঘাত নিয়ে বসিরহাট জেলা হাসপাতালে ভর্তি এক মহিলা কনস্টেবল। গতকালের ঘটনায় ১১ জন বিজেপি কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। আজ ফের সন্দেশখালিতে যাবেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার।
গতকাল সন্দেশখালিকাণ্ডের (Sandeshkhali Violence) প্রতিবাদে বিজেপির বসিরহাটের এসপি অফিস অভিযানে তুলকালাম পরিস্থিতি তৈরি হয়। এসপি অফিসের সামনে বাধে বিজেপি-পুলিশ খণ্ডযুদ্ধ। ব্যারিকেড ভেঙে এগিয়ে যান বিজেপির কর্মী-সমর্থকরা। বিক্ষোভ হঠাতে লাঠি উঁচিয়ে তাড়া পুলিশের। পুলিশের বিরুদ্ধে ইট ছোড়ার অভিযোগ তোলেন সুকান্ত মজুমদার (Sukanta Majumdar)।
এদিকে সন্দেশখালি যাওয়ার কর্মসূচি নিয়ে বিধানসভা থেকে বেরিয়েছিল বিজেপির পরিষদীয় দল। কিন্তু ৬২ কিলোমিটার দূরে, কলকাতাতেই শুভেন্দু অধিকারী-সহ বিজেপি বিধায়কদের বাস আটকে দেয় পুলিশ। ঠায় ৪ ঘণ্টার বেশি সময় ধরে বাসেই বসে থাকলেন শুভেন্দু অধিকারীরা। শেষমেশ শুভেন্দু অধিকারী হুঁশিয়ারি দিয়ে যান যে, বৃহস্পতিবার ফের রওনা হবেন সন্দেশখালির উদ্দেশে। পুলিশের ভূমিকা নিয়ে বিচারপতি জয় সেনগুপ্তর দৃষ্টির আকর্ষণ। মামলা দায়েরের আবেদন শুভেন্দু অধিকারীর, শঙ্কর ঘোষের।
আরও পড়ুন, ভ্যালেন্টাইন্স ডে মাটি করতে পারে খলনায়ক বৃষ্টি ? বিকেলের পর কেমন থাকবে আবহাওয়া ?
যদিও ইতিমধ্য়েই সন্দেশখালি (Sandeshkhali ) গিয়েছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস । সূত্রের খবর, ঘটনায় রাজ্য সরকারের কাছে রিপোর্ট তলব করেছেন রাজ্যপাল। কেন্দ্রীয় সশস্ত্র পুলিশ বাহিনীর সঙ্গে কথাও বলেছেন সি ভি আনন্দ বোস।পাশাপাশি রাজ্য মহিলা কমিশনের প্রতিনিধিরাও সন্দেশখালি গিয়েছেন।রাজ্য মহিলা কমিশনের চেয়ারপার্সন লীনা গঙ্গোপাধ্যায় জানিয়েছেন,'মহিলাদের ওপর অত্যাচারের অভিযোগ ওঠায় কথা বলার জন্য আসা'। মহিলা কমিশনের প্রতিনিধিদের সঙ্গে কথাও বলেছেন স্থানীয় মহিলারা।