রঞ্জিত হালদার, দক্ষিণ ২৪ পরগণা: বাজি ফাটানোর প্রতিবাদ করায় মর্মান্তিক পরিণতির সম্মুখীন হতে হল পড়ুয়াকে। দক্ষিণ ২৪ পরগণার (South 24 Paraganas) বারুইপুরের (Baruipur) ঘটনা।


আর কিছুদিন বাদেই শুরু হচ্ছে উচ্চ মাধ্যমিক পরীক্ষা (Higher Secondary Examination)। ফলে বাড়ির সামনে বাজি ফাটানোর শব্দে পড়ায় অসুবিধে হচ্ছিল। সেই কারণেই প্রতিবাদ করে বারুইপুরের উচ্চ মাধ্যমিকের এক পরীক্ষার্থী। কিন্তু তার পরিণতি হল ভয়ানক।


অভিযোগ, বারুইপুরের মল্লিকপুরের ওই পরীক্ষার্থীর বাড়ির সামনে কয়েকজন স্থানীয় যুবক বাজি ফাটাচ্ছিলেন। পড়াশোনায় ব্যাঘাত ঘটছে বলে ওই পরীক্ষার্থী প্রতিবাদ করেন। প্রতিবাদ করায় তা নিয়ে শুরু হয় বচসা। অভিযোগ, তারপরই ব্লেড দিয়ে পরীক্ষার্থীকে এলোপাথাড়ি আঘাত করা হয়। প্রতিবেশীরা সঙ্গে সঙ্গে ওই পরীক্ষার্থীকে উদ্ধার করে বারুইপুর মহকুমা হাসপাতালে ভর্তি করেন। তাঁর শরীরে ইতিমধ্যেই ৩২টি সেলাই পড়েছে। ঘটনায় ২ অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ।  


আরও পড়ুন: Kolkata: বেহালা চৌরাস্তায় বাজারে আগুন, পুড়ে গেল ২৪টি দোকান


অন্যদিকে গত ১৭ মার্চ উচ্চমাধ্যমিক পরীক্ষার সূচি ঘোষণা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, ‘২ এপ্রিল প্রথম ভাষার পরীক্ষা, ৪ এপ্রিল দ্বিতীয় ভাষার পরীক্ষা। ৫ এপ্রিল ভোকেশনাল বিষয়ের পরীক্ষা, তারপরে ১৬ এপ্রিল পরীক্ষা। ৫ এপ্রিলের পরে ১৫ এপ্রিল পর্যন্ত কোনও পরীক্ষা হবে না। ১৬ এপ্রিল শনিবারও উচ্চমাধ্যমিকের পরীক্ষা হবে। ‘১৬ এপ্রিল শনিবারও উচ্চমাধ্যমিকের পরীক্ষা হবে। ২১ এপ্রিল উচ্চমাধ্যমিকের কোনও পরীক্ষা হবে না। জয়েন্টের জন্য ২১ এপ্রিল উচ্চমাধ্যমিকের পরীক্ষা হবে না। ২৪, ২৫ এপ্রিল জেইই-মেনের জন্য উচ্চমাধ্যমিকের পরীক্ষা হবে না। ১৬ এপ্রিল অঙ্ক, ২৬ এপ্রিল কেমিস্ট্রি, ২৭ বায়োলজিক্যাল সায়েন্স পরীক্ষা। ১৮ এপ্রিল অর্থনীতির পরীক্ষা, ১৯ এপ্রিল কম্পিউটার সায়েন্সের পরীক্ষা। ২০ এপ্রিল কমার্শিয়াল ল পরীক্ষা, ২২ এপ্রিল ফিজিক্সের পরীক্ষা। ২৩ এপ্রিল স্ট্যাটিস্টিক্সের পরীক্ষা। ৩০ এপ্রিল রাজ্যের জয়েন্ট এন্ট্রান্স হবে।’