জয়ন্ত পাল, কলকাতা : পুরভোটে (Municipal Election 2022) তৃণমূলের (TMC) টিকিট নিয়ে টানাপোড়েনে সংসারে ভাঙন! স্ত্রীকে বিবাহ বিচ্ছেদের নোটিস (Divorce Notice) ধরালেন স্বামী (Husband)! এমনই দাবি করেছেন দক্ষিণ দমদম পুরসভার (South Dumdum Municipality) দশ নম্বর ওয়ার্ডের তৃণমূল প্রার্থী (TMC Candidate) ও তাঁর নির্দল (Independent Candidate) স্ত্রী (Wife), যা উসকে দিয়েছে বিধানসভা ভোটের (Assembly Election) আগে সৌমিত্র খাঁ-সুজাতা মণ্ডলের বিচ্ছেদ কাহিনির স্মৃতি।


উত্তর ২৪ পরগনার (North 24 Parganas) দক্ষিণ দমদম পুরসভার ১০ নম্বর ওয়ার্ডের তৃণমূল প্রার্থী সুরজিৎ রায়চৌধুরী বলেছেন, 'আমি আমার মিসেসকে ডিভোর্স নোটিস পাঠিয়েছি।' আর দক্ষিণ দমদম পুরসভার ৯ নম্বর ওয়ার্ডের নির্দল প্রার্থী  রীতা রায়চৌধুরী যে প্রসঙ্গে বলেছেন, 'আমি নোটিস পেয়েছি। অ্যাকসেপ্টও করেছি।'


প্রসঙ্গত, দক্ষিণ দমদম পুরসভার ৯ নম্বর ওয়ার্ড এবার মহিলাদের জন্য সংরক্ষিত। ওই ওয়ার্ডের বিদায়ী কাউন্সিলর সুরজিৎ রায়চৌধুরীকে এবার ১০ নম্বর ওয়ার্ডে প্রার্থী করেছে তৃণমূল। আর ৯ নম্বর ওয়ার্ডে সুরজিতের স্ত্রী রীতার নাম প্রথম তালিকায় ঘোষণা করেও পরে প্রার্থী করা হয় টুম্পা দাসকে। তা থেকেই না কি ৩০ বছরের দাম্পত্যে ভাঙন! জোড়া পাতা প্রতীকে নির্দল হিসেবে লড়াইয়ে নেমে পড়েছেন ১০ নম্বর ওয়ার্ডের তৃণমূল প্রার্থীর স্ত্রী। 


নির্দল-কাঁটা তুলতে তৃণমূল নেতৃত্ব কড়া পথে হাঁটছে। জেলায় জেলায় নির্দলদের বহিষ্কারের পথে হাঁটছে জোড়াফুল শিবির। এই অবস্থায় কড়া পদক্ষেপ নিয়েছেন স্বামীও। ভোটযুদ্ধের টিকিট নিয়ে টানাপোড়েনের জেরে স্ত্রীকে পাঠিয়েছেন বিবাহ বিচ্ছেদের নোটিস। 


২০২১ বিধানসভা ভোটের আগে স্ত্রী সুজাতা খাঁ তৃণমূলে যোগ দেওয়ায়, সাংবাদিক বৈঠক থেকে তাঁকে বিবাহ বিচ্ছেদের নোটিস পাঠানোর কথা ঘোষণা করেন বিষ্ণুপুরের বিজেপি সাংসদ। যা নিয়ে দাম্পত্য বিবাদের নাটক চরমে ওটে। দাম্পত্যে ভাঙনের ছায়া এবার পুরভোটেও। 


আরও পড়ুন-"বুকে সিগারেটের ছ্যাঁকা দিয়ে লেখা হয়েছে টিএমসি", অভিযোগ জানানো বিজেপি কর্মীই এবার তৃণমূলে