সমীরণ পাল ও কৃষ্ণেন্দু অধিকারী, উত্তর ২৪ পরগনা: টিটাগড়ে (Titagarh) স্কুলে বিস্ফোরণ (School Blast), ঘটনাস্থল পরিদর্শনে গিয়ে, NIA তদন্তের দাবি তুলল জাতীয় শিশু সুরক্ষা কমিশন (National Commission for Protection of Child Rights)। ঘটনায় পুলিশের ভূমিকায় ক্ষোভ প্রকাশ করেন প্রতিনিধিরা। কমিশনের ভূমিকায় খুশি বিজেপি (BJP)। এই নিয়ে পাল্টা কটাক্ষ করেছে তৃণমূল।


টিটাগড়কাণ্ডে NIA দাবি


ক্লাস চলাকালীন টিটাগড়ের স্কুলে বিস্ফোরণ। স্কুলে তখন হাজির ছিল প্রায় ৮০০ পড়ুয়া। শনিবারের এই ঘটনা নাড়িয়ে দেয় রাজ্যবাসীকে। এই ঘটনায় NIA তদন্তের দাবি জানিয়ে, ইতিমধ্যেই অমিত শাহকে চিঠি লিখেছেন শুভেন্দু অধিকারী। এবার, NIA তদন্তের দাবি তুলল জাতীয় শিশু সুরক্ষা কমিশনও। 


বুধবার, টিটাগড়ের ফ্রি ইন্ডিয়া হাইস্কুলে যায়, জাতীয় শিশু সুরক্ষা কমিশনের প্রতিনিধি দল। ছাদের সিঁড়ির কাছে, যেখানে বিস্ফোরণ হয়, সেই এলাকা খুঁটিয়ে দেখে। প্রতিনিধিরা কথা বলেন, স্কুলের শিক্ষক ও পড়ুয়াদের সঙ্গে। 


জাতীয় শিশু সুরক্ষা কমিশনের চেয়ারপার্সন প্রিয়াঙ্ক কানুনগো বলেন, 'আজ আমরা এখানে এসে ঘটনাস্থল দেখি। বাচ্চাদের সঙ্গে কথা বলি। তদন্তকারী অফিসারের সঙ্গে কথা বলি। রিপোর্ট বানিয়ে সরকারকে দেব। কেন্দ্র ও রাজ্য দুই সরকারকেই দেব। ৭ দিনের মধ্যে। ১০ থেকে ১২ দিন পরও জানা গেল না, কেন স্কুলে হামলা? তাই আমরা NIA তদন্ত চাইছি।'


টিটাগড় ফ্রি ইন্ডিয়া হাইস্কুলের প্রধান শিক্ষক আরএ সিদ্দিকি বলেন, 'আমাদের জিজ্ঞেস করল কখন হয়েছে, বললাম ১১টা ৪৫-এ। সেকেন্ড পিরিয়ড চলাকালীন স্বাভাবিকভাবে ক্লাস চলছিল।'


ঠিক কী ঘটেছিল?


গত শনিবার, বেলা পৌনে ১২টায় বিস্ফোরণে কেঁপে ওঠে স্কুল। তারপরও স্কুলে ক্লাস হয়। কিন্তু, এত বড় ঘটনার পরও কেন স্কুল ছুটি দিয়ে দেওয়া হল না? এনিয়ে প্রশ্ন তোলেন শিশু সুরক্ষা কমিশনের কর্তারা। 


জাতীয় শিশু সুরক্ষা কমিশনের চেয়ারপার্সন বলেন, 'স্কুলে বোম ফাটার পরেও কেন জরুরী ভিত্তিকভাবে স্কুলের ছাত্র-ছাত্রীদের ছুটি দেওয়া হল না? পরবর্তীকালে আবার কোনও বোম ফাটবে কিনা সেটা কারও জানা ছিল না, যদি ফাটতো তাহলে বড়সড় দুর্ঘটনা ঘটতো। স্কুল চালানোর মতো পরিবেশ নেই।'


প্রধান শিক্ষকের কথায়, 'ছুটি দেওয়ার তো কথা নয়। ছুটি কেন দেব? এখানে থানা, অফিসাররা ছিলেন। নিরাপত্তা তো ছিলই।' বাচ্চাদের তো ক্ষতি হতে পারত? প্রধান শিক্ষক বলেন, 'এরকম তো হয়নি।'


আরও পড়ুন: Dengue Death: বাড়ছে ডেঙ্গি আতঙ্ক, মৃত্যু হল বাঁশদ্রোণীর বিধানপল্লির বাসিন্দার


টিটাগড় বিস্ফোরণকাণ্ডে NIA তদন্ত দাবি জাতীয় শিশু সুরক্ষা কমিশনের। ব্যারাকপুর সাংগঠনিক জেলার বিজেপি সভাপতি সন্দীপ বন্দ্যোপাধ্যায় বলেন, 'আমরাও তো চাই ঠিকমতো তদন্ত হোক। আমরা খুশি যে NIA চেয়েছে।' তৃণমূল সাংসদ শান্তনু সেন বলেন, 'ওরা তো এনআইএ, সিবিআই এসবই


চায়।' সবমিলিয়ে, স্কুলে বিস্ফোরণে NIA তদন্ত দাবি নিয়েও তুঙ্গে রাজনৈতিক তরজা।