সমীরণ পাল, বাগদা : কেন্দ্রীয় খাদ্যমন্ত্রকে (Food Ministry) চাকরি দেওয়ার নামে ৯ লক্ষ টাকা নিয়ে ভুয়ো নিয়োগপত্র (Fake Recruitment Letter) দেওয়ার অভিযোগ। উত্তর ২৪ পরগনার বাগদার সিপিএমের যুব সংগঠন DYFI-এর এক যুব নেতার বিরুদ্ধে এই অভিযোগ করেছেন রামনগরের বাসিন্দা। যদিও, অভিযোগ অস্বীকার করছেন DYFI-নেতা। 


স্কুলে নিয়োগ দুর্নীতির পর এবার, পুরসভার নিয়োগেও দুর্নীতির অভিযোগ নিয়ে, নতুন করে তোলপাড় হচ্ছে রাজ্য রাজনীতি। তৃণমূলকে আক্রমণ করছে বিরোধীরা। আক্রমণের মুখে পাল্টা কৌশল হিসাবে সম্প্রতি ১৯৯০ থেকে ২০১১ সাল পর্যন্ত বাম আমলে কারা কারা শিক্ষক হিসেবে নিয়োগপত্র পেয়েছেন, সেই তালিকা তৈরি করার জন্য ব্রাত্য বসুকে নির্দেশ দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এর মধ্যেই এবার, উত্তর ২৪ পরগনার বাগদায় সিপিএমের যুব সংগঠন DYFI-এর এক যুব নেতার বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ উঠল। তিনি, বাগদার DYFI নেতা সজল ভদ্র। এঁর বিরুদ্ধে, কেন্দ্রীয় খাদ্য মন্ত্রকে চাকরি দেওয়ার নামে ৯ লক্ষ টাকা নিয়ে ভুয়ো নিয়োগপত্র দেওয়ার অভিযোগ তুলেছেন রামনগরের বাসিন্দা তন্ময় বিশ্বাস। বাগদা থানায় অভিযোগও দায়ের করেছেন তিনি।


কী বলছেন অভিযোগকারী ?

অভিযোগকারী তন্ময় বিশ্বাস বলেন, খাদ্য দফতরে চাকরি দেওয়ার নাম করে, মাসখানেক আগে ৯ লক্ষ টাকা নেয় ৷ এবং খাদ্য দফতরের একটি নিয়োগপত্র পোস্টে বাড়িতে আসে। খোঁজখবর নিয়ে জানতে পারি অ্যাপয়েন্টমেন্ট লেটারটি ভুয়ো। সজল ভদ্র টাকা ফেরত দিতে চাননি।

পাল্টা, অপহরণ করে টাকা আদায়ের অভিযোগ করেছেন অভিযুক্ত DYFI নেতা। বাগদার সিপিএমের অভিযুক্ত যুব নেতা সজল ভদ্র বলছেন, দিন কয়েক আগে অপহরণ করে টাকা আদায় করা হয়েছিল৷ অভিযোগ জানিয়েছিলাম ৷ সে কারণে, আমার নামে মিথ্যা অভিযোগ করা হচ্ছে ৷ গোপা রায় মধ্যস্থতা করেন।

যদিও, তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করে পাল্টা, সিপিএমের যুব নেতার বিরুদ্ধেই অভিযোগ করেছেন বাগদা পঞ্চায়েত সমিতি সভাপতি ও তৃণমূলনেত্রী গোপা রায়। তিনি বলেন, অনেকের সঙ্গে প্রতারণা করেছেন ৷ চাকরি দেওয়ার নাম করে টাকা তুলেছেন ৷ এলাকা থেকে প্রায় এক কোটি টাকা তুলেছেন সজল।

বনগাঁ পুলিশ জেলা সূত্রে দাবি, দিন কয়েক আগে ইমেল করে অপহরণের অভিযোগ করেছেন সজল ভদ্র। দুপক্ষের অভিযোগই খতিয়ে দেখা হচ্ছে।


আরও পড়ুন ; ব্যাঙ্ক প্রতারণার অভিযোগ জানাতে গিয়ে ফের প্রতারিত মহিলা, খোয়ালেন সর্বস্ব