সমীরণ পাল, হাড়োয়া (উত্তর ২৪ পরগনা) : মর্মান্তিক ! দুর্যোগের মধ্যে দাঁড়িয়ে থাকা ট্রাক্টরে জোরে ধাক্কা অটোর। দুর্ঘটনার জেরে অটো উল্টে মৃত যাত্রী। মৃতের নাম দিলীপ ঘোষ (৪৮) । উত্তর ২৪ পরগনা জেলার হাড়োয়া থানার হাড়োয়া গ্রাম পঞ্চায়েতের মল্লিকপুর এলাকার ঘটনা। মৃতদেহটি ময়নাতদন্তের জন্য বসিরহাট জেলা হাসপাতালে পাঠানো হয়েছে। কীভাবে দুর্ঘটনাটি ঘটল তা জানতে তদন্ত শুরু করেছে হাড়োয়া থানার পুলিশ। পাশাপাশি অটো চালককে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করা হয়েছে।
পুলিশ ও পরিবার সূত্রে জানা গিয়েছে, হাড়োয়া থেকে অটোতে চেপে আদমপুরে নিজের বাড়ি ফিরছিলেন দিলীপবাবু। মল্লিকপুর যেতেই হঠাৎ বিদ্যুৎ চলে যায় এবং হালকা ঝড় ওঠে। সেই সময় চারিদিক অন্ধকার হয়ে যায়। তার জেরে আশপাশে দৃশ্যমানতা কমে যায় । ঠিক তখনই দাঁড়িয়ে থাকা একটি ট্রাক্টরে জোরে ধাক্কা মারে অটোটি। নিয়ন্ত্রণ হারিয়ে অটোটি উল্টে যায়। অটোর নীচে চাপা পড়ে যান দিলীপ ঘোষ নামের ওই অটো যাত্রী। স্থানীয় বাসিন্দারা তাঁকে উদ্ধার করে হাড়োয়া গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে শেষরক্ষা হয়নি। চিকিৎসক তাঁকে মৃত বলে ঘোষণা করেন।
সাম্প্রতিক সময়ে রাজ্যের বিভিন্ন প্রান্তে একের পর এক দুর্ঘটনার ঘটনা দেখা গিয়েছে। গতকালই বাঁকুড়ার (Bankura News) কাছে ৬০ নম্বর জাতীয় সড়কে বাইকের সঙ্গে লরির মুখোমুখি সংঘর্ষ হয়। দুর্ঘটনায় আহত দু'জনকে নিজের গাড়িতে তুলে বাঁকুড়া মেডিক্যালে হাজির হন পুরুলিয়ার সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতো।
এদিন বাঁকুড়া শহরের গন্ধেশ্বরী নদীর সেতুর কাছে ৬০ নম্বর জাতীয় সড়কের উপর লরির সঙ্গে বাইকের মুখোমুখি ধাক্কা লাগে। ঘটনায় আহত হন দুই যুবক। সেই সময় ওই রাস্তা দিয়েই যাচ্ছিলেন পুরুলিয়ার সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতো। আহত দুই ব্যক্তিকে নিজের গাড়িতে তুলে নেন সাংসদ। তাঁদের নিয়ে হাজির হন বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজে। হাসপাতালে পৌঁছলে এক যুবককে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। তাঁদের পরিচয় জানার চেষ্টা শুরু করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, বেসরকারি সংস্থার কর্মী ওই দুই যুবক। এদিন দুর্গাপুরের দিকে যাচ্ছিলেন তাঁরা। উল্টো দিক থেকে বেপরোয়া গতিতে আসা একটি লরির সঙ্গে বাইকটির মুখোমুখি ধাক্কা লাগে। বাইকে থাকা দুই যুবকই ছিটকে পড়েন রাস্তার উপর। এক যুবকের উপর দিয়ে চলে যায় লরির চাকা। নিরাপত্তারক্ষীদের সহযোগিতায় আহত দু'জনকেই আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান সাংসদ। তাঁদের মধ্যে একজনকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা।