সমীরণ পাল, দেগঙ্গা (উত্তর ২৪ পরগনা) : ২৪ ঘণ্টার মধ্যে খুনের ঘটনার কিনারা করল দেগঙ্গা থানার পুলিশ। সোমবার বিকাল ৫টা নাগাদ দেগঙ্গার মির্জানগর এলাকায় ঘর থেকে সালেহা বিবি নামে ৬০ বছরের এক বৃদ্ধার মৃতদেহ উদ্ধার হয়। নলি কাটা ও মাথা ফাটা রক্তাক্ত দেহ উদ্ধার হয় তাঁর। বারাসাত জেলা হাসপাতাল থেকে আর জি কর হাসপাতালে স্থানান্তরিত করা হলে মঙ্গলবার ভোররাতে ওই বৃদ্ধার মৃত্যু হয়। এই খুনের ঘটনায় রহস্য ঘনীভূত হয়। দেহ উদ্ধারের পর পুলিশের সামনে সাবলীলভাবে কথা বলতে দেখা যায় ওই বৃদ্ধার বাড়ির ভাড়াটিয়া বুলবুলি বিবিকে। সে-ই প্রথমে তার রক্তাক্ত দেহ দেখতে পায় বলে খবর। সোমবার পুলিশের জিজ্ঞাসাবাদে বুলবুলি বিবি যে কথা বলে, মঙ্গলবার জিজ্ঞাসাবাদে তাতে অসঙ্গতি ধরা পড়ে বলে জানা যায়। দেগঙ্গার আইসি শ্যাম প্রসাদ সাহা জানান, বুলবুলি বিবির ফোন কলের সূত্র ধরে তদন্ত শুরু হয়। স্পষ্ট হয়ে যায়, ওই বৃদ্ধাকে বুলবুলি বিবিই খুন করেছে।
মঙ্গলবার বিকাল থেকে রাত সাড়ে ১০টা পর্যন্ত বুলবুলি বিবিকে দেগঙ্গা এসডিপিও ও ডিএসপি টানা জিজ্ঞাসাবাদ করার পর উঠে আসে, তাকে দিয়ে সালেহা বিবি বহিরাগত ছেলে নিয়ে এসে দেহ ব্যবসা করার জন্য চাপ দিচ্ছিল। বুলবুলি বিবি তাতে রাজি হয়নি। তাই তার স্বামীকে এ কথা বলে দেওয়ার হুমকি দেয়। এর জেরে সালেহা বিবির প্রতি তার রাগ জন্মায়। ঘটনার দিন বিকালে প্রথমে ব্লেড দিয়ে নলি কেটে, তারপরে মাথায় নোড়া দিয়ে মেরে খুন করা হয় ওই বৃদ্ধাকে, জেরায় একথা স্বীকার করেছে বুলবুলি বিবি।
যদিও বৃদ্ধার পরিবার সূত্রে জানা গিয়েছে, তিনি ধার্মিক মানুষ ছিলেন। এলাকার সবাই ভালবাসতেন। তিনি এ ধরনের কোনও নোংরা কাজ করতে পারেন না। অভিযোগ, বুলবুলি বিবির খারাপ কাজের প্রতিবাদ করেছিলেন সালেহা বিবি। তিনি হুঁশিয়ারি দেন বুলবুলি বিবির স্বামীকে একথা বলে দেওয়ার। তাই বৃদ্ধাকে নৃশংসভাবে খুন করেছে ভাড়াটিয়া বুলবুলি বিবি। পরিবারের পক্ষ থেকে ঘটনায় দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়েছে।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে
আরও পড়ুন ; ভোররাতে ১.৫ লক্ষ টাকা নিয়ে বেরোন তৃণমূল সমর্থক, দেহ মিলল রেললাইনের ধারে, খুনের অভিযোগ