কলকাতা : দওপুকুরে (Duttapukur) বেআইনি বাজি কারখানায় (Illegal Firecracker Factory) বিস্ফোরণের ঘটনায় শোরগোল পড়ে গেছে গোটা রাজ্যে। অন্তত ৮ জনের মৃত্যু হয়েছে বলে দাবি করছেন স্থানীয়রা। এনিয়ে এবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) বিরুদ্ধে তীব্র আক্রমণ শানালেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। "এ ধরনের একজন অশিক্ষিত মুখ্যমন্ত্রীর নেতৃত্বে রাজ্য চললে তার পরিণতি যা হওয়ার তা-ই হচ্ছে", বলে কটাক্ষ করেন বিজেপি নেতা।


মহেশতলা, এগরা, বজবজের পর এবার দত্তপুকুর। ফের বেআইনি বাজি কারখানায় বিস্ফোরণ, ৮ জনের মৃত্যু হয়েছে বলে স্থানীয়দের দাবি। ঘটনাস্থল দত্তপুকুরের মোচপোল এলাকা। জগন্নাথপুর-নারায়ণপুর রাস্তার পাশে পাশাপাশি বেশ কয়েকটি একতলা-দোতলা পাকা বাড়ি। তারই মধ্যে একটি একতলা বাড়িতে চলত বেআইনি বাজির কারখানা। হঠাৎ তীব্র শব্দে কেঁপে ওঠে গোটা এলাকা। উড়ে যায় একতলা বাড়িটি। ক্ষতিগ্রস্ত হয় রাস্তার ২ পাশের বেশ কয়েকটি বাড়ি। বিস্ফোরণের অভিঘাত এতটাই বেশি ছিল যে কেঁপে ওঠে বেশ কয়েক কিলোমিটার দূরের বারাসত শহরও। বিস্ফোরণের পরই উদ্ধার কাজে হাত লাগান স্থানীয় বাসিন্দারা। বাসিন্দাদের অভিযোগ, বেআইনিভাবে বাজি কারখানা চালাতেন স্থানীয় বাসিন্দা ও তৃণমূলকর্মী সামসুল আলি এবং তৃণমূল নেতা আজিবর রহমান। 


কার্যত এগরার অ্যাকশন রিপ্লে দত্তপুকুরে ! সাড়ে ৩ মাসের মধ্যেই রাজ্য়ে ফের বেআইনি বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণ-মৃত্যুমিছিল। এগরায় বিস্ফোরণের তীব্রতায় পুকুরে ছিটকে গিয়ে পড়েছিল দেহ। আর দত্তপুকুরে বিস্ফোরণের পর দেখা গেল চালের ওপরে উঠে গিয়েছে দেহ। বিস্ফোরণস্থল থেকে ২০০ মিটার দূরে উড়ে গিয়ে পড়ল হাত, দেহাংশ।


এনিয়ে সুর চড়ালেন বিরোধী দলনেতা। শুভেন্দু বলেন, "মুখ্যমন্ত্রী বড় বড় লেকচার মেরেছিলেন, মুখ্যসচিবের নেতৃত্বে দল তৈরি হয়েছে, বেআইনি বাজি কারখানা সরিয়ে দেওয়া হয়েছে ! গোটা রাজ্যটাই বেআইনি। এই রাজ্যের মুখ্যমন্ত্রী লিপস অ্যান্ড বাউন্ডসের চোরদের বাঁচানোর কাজে ব্যস্ত। পুলিশকে বিরোধী দলের বিরুদ্ধে ব্যবহার করতে ব্যস্ত। মুখ্যমন্ত্রীর এসব বিষয়ে নজর নেই। তাঁর নজর কী করে চোরদের বাঁচানো যায় ! তাঁর পরিবারের যাঁরা দুর্নীতির সঙ্গে যুক্ত তাঁদের কী করে বাঁচানো যায় ! এটাই তাঁর মূল উদ্দেশ্য। স্বাভাবিকভাবেই এ ধরনের একজন অশিক্ষিত মুখ্যমন্ত্রীর নেতৃত্বে রাজ্য চললে তার পরিণতি যা হওয়ার তা-ই হচ্ছে।"


আরও পড়ুন ; ছিন্নভিন্ন পড়ে দেহ, ভয়ঙ্কর বিস্ফোরণ দত্তপুকুরের বেআইনি বাজি কারখানায়