সমীরণ পাল, অশোকনগর : যেসব নির্বাচিত জনপ্রতিনিধি দাদাগিরি করবেন তাঁরা দলে থাকতে পারবেন না। এই ভাষাতেই দলীয় নেতাদের উদ্দেশে হুঁশিয়ারি দিলেন উত্তর ২৪ পরগনার অশোকনগরের তৃণমূল বিধায়ক নারায়ণ গোস্বামী (TMC MLA Narayan Goswami)। যা নিয়ে কটাক্ষ ছুড়ে দিয়েছে বিজেপি (BJP)।
অশোকনগরের তৃণমূল বিধায়ক নারায়ণ গোস্বামী গতকাল দলীয় এক মঞ্চে বক্তব্য রাখার সময় বলেন, যাঁরা এই দলের মধ্যে থেকে দাদাগিরি করবেন, মানুষের ওপর অত্যাচার করবেন বা মানুষকে দুঃখ দেবেন, ব্যথা দেবেন, আমার দলের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশেই বলছি, তাঁরা তৃণমূল কংগ্রেসে থাকতে পারবেন না। তৃণমূল কংগ্রেসে থাকতে গেলে, মাথা নিচু করে মানুষকে পরিষেবা দিতে হবে।
বছর ঘুরলেই পঞ্চায়েত ভোট। তার আগে দলীয় নেতাদের ঠিক এই ভাষাতেই সতর্ক করতে শোনা গেল উত্তর ২৪ পরগনার অশোকনগরের তৃণমূল বিধায়ক নারায়ণ গোস্বামীকে।
আরও পড়ুন ; মহেশতলায় ভাইকে গুলির অভিযোগে গ্রেফতার যুবক, বন্ধুর আগ্নেয়াস্ত্র দেখাতে গিয়ে দুর্ঘটনা ?
আসন্ন পঞ্চায়েত ভোটকে সামনে রেখে এখন থেকেই প্রস্তুতি শুরু করে দিয়েছে শাসক দল। বিভিন্ন জায়গায় চলছে কর্মী সম্মেলন। শনিবার অশোকনগরের বাঁশপুল গ্রাম পঞ্চায়েত এলাকায় দলের নেতা-কর্মীদের নিয়ে এমনই এক সম্মেলনের আয়োজন করেছিল স্থানীয় তৃণমূল নেতৃত্ব। সেখানেই দলীয় নেতাদের উদ্দেশে হুঁশিয়ারি দেন স্থানীয় তৃণমূল বিধায়ক নারায়ণ গোস্বামী।
এদিকে পঞ্চায়েত ভোটে প্রার্থী বাছাইয়ের ক্ষেত্রে নেতাদের আচরণ দেখা হবে বলে জানিয়েছেন তৃণমূল নেতা ও বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। তিনি বলেন, উদ্ধত হলে হবে না, আচরণ দেখা হবে। ভদ্র হতে হবে। মানুষের প্রতি আনুগত্য থাকতে হবে, সৎ, নিষ্ঠাবান হতে হবে। কিছুটা ত্যাগ করতে হবে।
এই ইস্যুতে তৃণমূলকে কটাক্ষ ছাড়েনি বিজেপি। অশোকনগরের বিজেপি নেতা নীলরতন মিত্র বলেন, উনি যেগুলো বলছেন আগে তা নিজে করে দেখান।
সব মিলিয়ে শাসক বিধায়কের অনুশাসন-বার্তা ঘিরে সরগরম রাজনীতি!