সমীরণ পাল, চাঁদপাড়া : দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় পড়ে থাকা চাঁদপাড়া স্টেশন (Chandpara Station) সংস্কারের আশ্বাস দিয়েছে রেল কর্তৃপক্ষ। এই দাবি ঘিরেই বিজেপির (BJP) অন্দরে শুরু হয়েছে চাপানউতোর। কৃতিত্ব নিয়ে কার্যত দড়ি টানাটানি চলছে বিজেপি সাংসদ ও বিধায়কের মধ্যে। তা নিয়ে কটাক্ষ করেছে তৃণমূল। 


উত্তর ২৪ পরগনার চাঁদপাড়া স্টেশনের সংস্কার নিয়ে বিজেপির অন্দরে শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর। স্টেশনের শেড বহুদিন ধরে পড়ে রয়েছে ভাঙাচোরা অবস্থায়। নেই কোনও ওভারব্রিজ ও শৌচালয়। এনিয়ে বনগাঁর বিজেপি সাংসদ ও কেন্দ্রীয় প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর এবং বনগাঁ দক্ষিণের বিজেপি বিধায়ক স্বপন মজুমদার- দু’জনেরই দাবি, স্টেশন সংস্কারের আশ্বাস দিয়েছে রেলমন্ত্রক। 


কৃতিত্ব-তরজা-


কিন্তু কৃতিত্ব কার ? সাংসদের না বিধায়কের ? সে নিয়ে শুরু হয়েছে দড়ি টানাটানি। বিজেপি বিধায়ক স্বপন মজুমদার ফেসবুক পোস্টে দাবি করেছেন, চাঁদপাড়া স্টেশনের সমস্যা নিয়ে তিনি রেল কর্তৃপক্ষকে চিঠি দেন, রেলমন্ত্রীর সঙ্গেও দেখা করেন। দ্রুতই ওভারব্রিজের কাজ শুরু হবে বলে রেলমন্ত্রক তাঁকে আশ্বস্ত করেছে। প্রমাণ হিসেবে রেলমন্ত্রকের তরফে লেখা কয়েকটি চিঠিও পোস্ট করেন তিনি।


তারপরই সাংসদ শান্তনু ঠাকুরকে ধন্যবাদ জানিয়ে একের পর এক ফেসবুক পোস্ট করতে শুরু করেন তাঁর অনুগামীরা। পোস্টে লেখেন, বিজেপি সাংসদের উদ্যোগেই চাঁদপাড়া স্টেশনের কাজ শুরু হতে চলেছে।


বনগাঁ দক্ষিণের বিজেপি বিধায়ক স্বপন মজুমদার বলেন, "আমি আমার মতো চেষ্টা করেছি। শুরুটা সবার আগে আমিই করেছিলাম। তার তারিখ আমার কাছে রয়েছে।"


যদিও বনগাঁর বিজেপি সাংসদ ও কেন্দ্রীয় প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর বলেন, আমি আমার মতো করে রেলমন্ত্রীকে চাঁদপাড়া স্টেশনের অসুবিধার কথা বলেছিলাম। চাঁদপাড়ায় বাথরুম তৈরি হবে। প্ল্যাটফর্ম শেডের কাজ হবে, তবে তিন নম্বর স্টেশনে ওভারব্রিজের কোনও কাজ হবে না। বিধায়ক হয়তো ভুল করে ওটা পোস্ট করেছেন।


এনিয়ে কটাক্ষ করতে ছাড়েনি তৃণমূল। তৃণমূল নেতা ও গাইঘাটা পঞ্চায়েত সমিতির সভাপতি গোবিন্দ দাস বলেন, "ওদের লড়াইটা রাস্তায় চলে এসেছে। এক গ্রুপ যায়, তো আর এক গ্রুপ যায় না। এনিয়ে আমার ঢোকার ইচ্ছা নেই। তবে, ওদের মধ্যে ঐক্যমত্য নেই। দলের মধ্যে দ্বন্দ্ব আছে। গোষ্ঠীদ্বন্দ্ব আছে।"


চাঁদপাড়া স্টেশনে সংস্কারের কাজ এখনও শুরু হয়নি। তার আগেই কৃতিত্ব নিয়ে তরজায় সরগরম রাজনীতি।  


আরও পড়ুন ; গান গেয়ে কোজাগরী পালন, বেতনের টাকা লক্ষ্মীর ভাণ্ডারে ফেললেন মদন, মানুষের পাশে দাঁড়ানোর অঙ্গীকার