সমীরণ পাল, উত্তর ২৪ পরগনা: করোনা বিধি মানতে নয়া নির্দেশিকা জারি দেগঙ্গাতে। বিধি ভাঙায় ইতিমধ্যেই ৫০ জনকে আটক করা হয়েছে।
উত্তর ২৪ পরগনার বারাসাত, পানিহাটি, বরানগরে যখন সম্পূর্ণ লকডাউন ঘোষণা হয়েছে সেই সময় জেলার বিস্তীর্ণ এলাকায় দেখা গেল অসতর্কতা ছবি। করোনা সংক্রমণের সঙ্গে ওমিক্রন ভাইরাসের আতঙ্ক যেভাবে লাফিয়ে লাফিয়ে বেড়ে চলেছে পুলিশ প্রশাসন স্বাস্থ্য দফতরের কর্মীরা প্রতিমুহূর্তে তৎপর রয়েছে। এরপরেও মানুষের হুঁশ ফিরছে না। মাস্ক ছাড়া হাটে বাজারে অবাধ ঘোরাফেরা তারা করেই চলেছেন। এবারে মাস্কবিহীন মানুষদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিল বারাসাত পুলিশ জেলার অন্তর্গত দেগঙ্গা থানা। দেগঙ্গা এসডিপিও সৌম্যজিৎ বড়ুয়া ও আইসি অজয় কুমার সিংহ বিশাল পুলিশবাহিনী নিয়ে রবিবার সন্ধ্যা থেকে মধ্যরাত পর্যন্ত বেড়াচাঁপা হাড়োয়া রোড স্টেশন চত্বর, জীবনপুর বাজার সহ একাধিক এলাকায় বিধি না মানা মানুষদের ধরপাকড় শুরু করে। এমনকী ট্রাকচালক থেকে শুরু করে চারচাকার চালক, বাইক আরোহী সাইকেল আরোহী, ভ্যানচালক এমন ব্যক্তিদেরকে ট্রাক, সাইকেল. বাইক থেকে নামিয়ে আটক করা হয়।
মাস্ক পরার জন্য কড়া নির্দেশিকা জারি করা হয়েছে সর্বত্র। দেগঙ্গা থানার পুলিশ সূত্রে জানা যায় রবিবার দিনভর বিস্তীর্ণ এলাকায় ওমিক্রনের বিরুদ্ধে সচেতনতার অভিযান চালিয়ে পুলিশ প্রায় ৫০ জনকে আটক করে। এরপর মানুষ সচেতন না হলে তাঁদের বিরুদ্ধে করোনা বিধি ভঙ্গে মামলা রজু করা হবে এমনই হুঁশিয়ারি দেন দেগঙ্গার এসডিপিও সৌম্যজিৎ বড়ুয়া ও আইসি অজয় কুমার সিংহ। দেগঙ্গা থানার পুলিশের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন এলাকার বুদ্ধিজীবী থেকে শুরু করে রাজনৈতিক মহল।
করোনা সংক্রমণ বাড়ছে হুড়মুড়িয়ে। কিন্তু এখনও বেশ কিছু জায়গায় দেখা যাচ্ছে অসচেতনতার ছবি। যেমন উত্তর দিনাজপুরের রায়গঞ্জে। মাস্ক না পরায় সেখানে আটক করা হল ৩২ জনকে। সেই থেকেই চাঞ্চল্য ছড়াল এলাকায়।
মাস্ক না পরার 'অপরাধে' ৩২ জনকে আটক করা হয় রায়গঞ্জ শহরে। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। একেই করোনা উদ্বেগের চরম বাড়বাড়ন্তে জেলা স্বাস্থ্য দফতর থেকে প্রশাসন, বারবার বিভিন্ন মাধ্যমে সচেতন করছে সাধারণ মানুষকে। তবুও অনেক মানুষই এখনও উদাসীন। মাস্ক ছাড়াই বাজার সহ জনবহুল এলাকায় চলাফেরা করছেন কিছু অসচেতন মানুষ। তাই বাধ্য হয়েই এবার কঠোর হতে হল পুলিশকে। মাস্ক না পরা অবস্থায় দেখলে এবং সামাজিক দূরত্ব বিধি না মেনে চলতে দেখলেই সোমবার সকালে রায়গঞ্জ শহরে ৩২ জনকে আটক করে রায়গঞ্জ থানার পুলিশ। ধৃতদের থানায় নিয়ে যাওয়া হয়।