সমীরণ পাল, উত্তর ২৪ পরগণা: উত্তর ২৪ পরগণার (North 24 Paraganas) বারাসাতে (Barasat) সদস্য সংগ্রহ অভিযান শুরু করল আম আদমি পার্টি (Aam Aadmi Party)। দলের তরফে জানানো হয়েছে, আগামী বছরের পঞ্চায়েত ভোটকে সামনে রেখে সদস্য সংগ্রহে নেমেছে তারা। যদিও এই বিষয়টিকে গুরুত্ব দিতে নারাজ তৃণমূল (TMC) ও বিজেপি (BJP)।


সংগঠন মজবুত করতে 'আম আদমি পার্টি'


সামনের বছর রাজ্যে হতে চলেছে পঞ্চায়েত নির্বাচন (Panchayat Election)। সেই কথা মাথায় রেখে ইতিমধ্যেই সংগঠন মজবুত করতে উদ্যোগী হয়েছে আম আদমি পার্টি (AAP)। শুক্রবার, বাংলা নববর্ষের প্রথম দিন উত্তর ২৪ পরগনার বারাসাতের ডাক বাংলো মোড়ে সদস্য সংগ্রহ অভিযানে নামে অরবিন্দ কেজরিওয়ালের (Arvind Kejriwal) দল। যার নাম দেওয়া হয়েছে বাংলা নির্মাণ অভিযান।


দলের তরফে জানানো হয়েছে, ধারাবাহিকভাবে তাদের এই কর্মসূচি চলবে। উত্তর ২৪ পরগণার আম আদমি পার্টির যুগ্ম সম্পাদক দীতি দাস বলেন, 'এখন মূলত পঞ্চায়েত এলাকাগুলিতেই আমাদের এই কর্মসূচি চলবে।'


আরও পড়ুন: New Emergency Number: জরুরি নম্বরে গুরুত্বপূর্ণ বদল, এবার এক ফোনেই পুলিশ-দমকল-হাসপাতাল


আম আদমি পার্টির সদস্য সংগ্রহ অভিযান


জোর কদমে শুরু হয়ে গিয়েছে আম আদমি পার্টির সদস্য সংগ্রহ অভিযান। তবে এই বিষয়টিকে একেবারেই গুরুত্ব দিতে নারাজ তৃণমূল ও বিজেপি। বারাসাতের তৃণমূল নেতা সমীর কুণ্ডু বলেন, 'এত কিছু করে কোনও লাভ হবে না। মানুষ আমাদেরই পাশে আছে, আমাদের পাশেই থাকবেন।'


আরও পড়ুন: Coochbehar: পাইপ ফেটে বিপত্তি, ১৫ দিন ধরে পানীয় জল নেই কোচবিহারে, প্রতিবাদে পথে বাসিন্দারা


অন্যদিকে বিজেপির বারাসাত সাংগঠনিক জেলার সহ সভাপতি কৌশিক মজুমদারের কথায়, 'কোনও ছাপ ফেলতে পারবে না আপ। ২০২৬ সালে আমরাই ক্ষমতায় আসব।'


আম আদমি পার্টি কি বাংলায় আদৌ কোনও ছাপ ফেলতে পারবে? তার উত্তর দেবে সময়ই।