সমীরণ পাল ও ব্রতদীপ ভট্টাচার্য, উত্তর ২৪ পরগনা: ২০২৪-এ বিজেপিকে হারাতে সব বিরোধী দলকে একজোট হতে হবে। কংগ্রেসকে বাদ দিয়ে জোট গড়তে গেলে, লাভ হবে বিজেপিরই। উত্তর ২৪ পরগনার অশোকনগরের এক সভা থেকে তৃণমূলকে এই বার্তা দিলেন বিহারের পালিগঞ্জের সিপিআইএমএল বিধায়ক সন্দীপ সৌরভ। তাঁর বক্তব্যকে আমল দিচ্ছে না তৃণমূল। বিরোধী জোট প্রসঙ্গে কটাক্ষ করেছে বিজেপি।


বিহারের  CPIML বিধায়ক সন্দীপ সৌরভের মন্তব্য, এই সময়ে নিজেদের মধ্যে ঝগড়া ভুলে, আমি লিড করব, লিড করব, এটা না বলে বিজেপিকে হারাতে কী পন্থা অবলম্বন করা যায়, সেটা ঠিক করতে হবে। নিশ্চিতভাবে বিজেপিকে হারাতে  তৃণমূলের উচিত কংগ্রেসের সঙ্গে চলা।


শিবসেনার পরে সিপিআইএমএল। জাতীয়স্তরে বিজেপিকে পরাস্ত করতে কংগ্রেসকে সঙ্গে নিয়েই এবার শক্তিশালী বিরোধী জোট গঠনের আহ্বান জানালেন CPIML-এর ছাত্র সংগঠন আইসার সর্বভারতীয় সাধারণ সম্পাদক ও বিহারের পালিগঞ্জ বিধানসভার বিধায়ক সন্দীপ সৌরভ। শনিবার উত্তর ২৪ পরগনার অশোকনগরে AISA-র জাতীয় পরিষদের সম্মেলনে এই বার্তা দেন তিনি। সন্দীপ সৌরভ বলেছেন, এই সময় বিজেপিকে হারাতে, দেশের সমস্ত বিরোধী দলকে একজোট হতে হবে। যদি কংগ্রেসকে ছেড়ে তৃণমূল বিরোধী হওয়ার চেষ্টা করে, তাহলে তাতে নিশ্চিতভাবে লাভ হবে বিজেপিই, সার্বিক জোটই বিজেপিকে হারাতে পারে।


যদিও কংগ্রেসের প্রশ্নে বিহারের সিপিআইএমএল বিধায়কের কথায় আমল দিতে নারাজ রাজ্যের শাসকদল।অশোকনগরের তৃণমূল বিধায়ক নারায়ণ গোস্বামী বলেছেন, কেন কংগ্রেস? কী প্রাসঙ্গিকতা? কোনও প্রয়োজন নেই। যে এ কথা বলেছেন, তাঁর নাম আমরা কখনও শুনিনি।


কংগ্রেসের সঙ্গে তৃণমূলের সম্পর্কের টানাপোড়েন অব্যাহত। কংগ্রেসের বিশ্বাসযোগ্যতা নিয়ে বারবার প্রশ্ন তুলছে তারা।গোয়া থেকে মেঘালয়, হরিয়ানা থেকে উত্তরপ্রদেশ। একের পর এক রাজ্যে কংগ্রেসের প্রাক্তন সাংসদ-প্রাক্তন মুখ্যমন্ত্রী-বিক্ষুব্ধ নেতাদের দলে টেনেছে তৃণমূল।


সর্বভারতীয়স্তরে কংগ্রেস নেতৃত্বাধীন UPA-র অস্তিত্ব নিয়ে প্রশ্ন তুলেছেন খোদ তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।কড়া জবাব ফিরিয়ে দিয়েছে কংগ্রেসও।জাতীয়স্তরে বিজেপি বিরোধী দলগুলির মধ্যে এই টানাপোড়েনকে তীব্র কটাক্ষ করেছে বিজেপি।বিজেপির বারাসাত সাংগঠনিক জেলার ওবিসি মোর্চার সভাপতি নীলরতন মিত্র বলেছেন, মোদিই প্রধানমন্ত্রী থাকবেন , যে যাই করুন না কেন।


৩ বছর পরে লোকসভা নির্বাচন। তার আগে জাতীয় রাজনীতির জল কোন দিকে গড়ায়, সেটাই দেখার।