সমীরণ পাল, পানিহাটি (উত্তর ২৪ পরগণা): আর পাঁচটা পরিবারের মতোই তাদের বাড়িতেও চলত ঝামেলা, ঝগড়া। কিন্তু সেই অশান্তি যে কারও প্রাণ নিতে পারে সেই আন্দাজ বোধ হয় কেউই করেননি। উত্তর ২৪ পরগণার (North 24 Paraganas) পানিহাটির (Panihati) ঘটনায় ছড়াল চাঞ্চল্য।
স্বামী-স্ত্রীর মধ্যে পারিবারিক বিবাদের জেরে আত্মহত্যা করলেন স্বামী। নিজের গায়ে আগুন লাগিয়ে কুয়োতে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করলেন ওই ব্যক্তি। পানিহাটি শ্যামাপল্লী এলাকার ঘটনার। মৃত ব্যক্তির নাম গৌতম শী। বয়স বছর তিরিশের কাছাকাছি। পেশায় তিনি মার্বেল ব্যবসায়ী ছিলেন। মার্বেলের কাজ করতেন।
কিন্তু সংসারে অশান্তি ছিল নিত্যদিনের ঘটনা। স্থানীয় সূত্রে খবর, স্ত্রীর সঙ্গে গণ্ডগোলের জেরে ওই ব্যক্তি নিজের ঘরে প্রথমে গায়ে আগুন দেন। এরপর কুয়োয় ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেন তিনি। খবর পেয়ে ঘটনাস্থলে এসে পৌঁছয় দমকলের ইঞ্জিন ও খড়দহ থানার পুলিশ। মৃত ব্যক্তিকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয়েছে খড়দহ থানায়। স্বাভাবিকভাবেই এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় যথেষ্ট চাঞ্চল্য তৈরি হয়েছে।
আরও পড়ুন: Purulia News: ঝালদায় কংগ্রেস কাউন্সিলর খুনের ঘটনায় ৫ পুলিশ কর্মীকে ক্লোজ
অন্যদিকে গতকাল দক্ষিণ ২৪ পরগণার গোসাবা থানা এলাকায় ভয়াবহ দুর্ঘটনার ছবি ধরা পড়ে। ওই এলাকার পাখিরালয় হাই স্কুলের সামনে শনিবার গভীর রাতে দুই যুবককে রক্তাক্ত অবস্থায় রাস্তার ধারে পড়ে থাকতে দেখা যায়।
গোসাবা থানা পাখিরালয় হাই স্কুলের সামনে ওই দুই যুবককে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন স্থানীয় বাসিন্দারা। সেই সময় তাঁরা পাশে একটি ভাঙাচোরা বাইক পড়ে থাকতেও দেখেন। স্থানীয় মানুষজন সঙ্গে সঙ্গে গোসাবা থানায় খবর দেন। খবর পেয়ে ঘটনাস্থলে গোসাবা থানার পুলিশ এসে পৌঁছয়। তাঁরা এরপর ওই দুই ব্যক্তিকে উদ্ধার করে গোসাবা প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যান। সেখানেই চিকিৎসকরা তাঁদের মৃত বলে ঘোষণা করেন।
মৃত দুই ব্যক্তির নাম সাদ্দাম শেখ ও ভরত দাস। পুলিশের প্রাথমিক অনুমান রাতের অন্ধকারে প্রচণ্ড গতিতে গাড়ি চালানোর জন্যই দুর্ঘটনা ঘটে। গোটা বিষয়টি তদন্ত করে দেখছে গোসাবা থানার পুলিশ। এই ঘটনা আদৌ এটি নিছক পথ দুর্ঘটনা নাকি এর পিছনে অন্য কোনও রহস্য রয়েছে, বা অন্য কারও হাত রয়েছে কি না তা খতিয়ে দেখছে গোসাবা থানায় পুলিশ।