সমীরণ পাল, উত্তর ২৪ পরগনা: এবার বিষাক্ত মাকড়সার (Spider) আতঙ্ক ছড়াল উত্তর ২৪ পরগনার দেঙ্গার কার্তিকপুরে। জানা গিয়েছে, কার্তিকপুরের এক বাসিন্দা গাছ বসানোর সময় মাটি সরাতেই বেরিয়ে পড়ে বিষাক্ত মাকড়সাটি। আর তা দেখেই আতঙ্কিত হয়ে পড়েন পরিবারের সদস্যরা। গোটা ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।


স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন দেগঙ্গার কার্তিকপুরের বাসিন্দা অনুপ নন্দীর স্ত্রী বাড়ির সামনের বাগানে গাছ বসানোর কাজ করছিলেন। গাছের পরিচর্যা ও গাছ বসানোর সময় তিনি কোদাল দিয়ে মাটি সরাতে যান। আর সেই সময়ই একটি বিষাক্ত মাকড়সা বেরিয়ে আসে। বিষাক্ত মাকড়সা দেখে আতঙ্কিত হয়ে পড়েন ওই ভদ্রমহিলা। সঙ্গে সঙ্গে তিনি পরিবারের সদস্যদের খবর দেন। তাঁরা ছুটে এসে সঙ্গে সঙ্গে মাকড়সাটিকে একটি কাচের জারে বন্দি করেন। মাকড়সাটিকে বন্দি করে তাঁরা খবর দেন বনদফতরে সেটিকে উদ্ধার করে নিয়ে যাওয়ার জন্য। 


বিষাক্ত মাকড়সা দেখা যাওয়ার ফলে আতঙ্কে রয়েছেন অনুপ নন্দীর স্ত্রী ও তাঁর পরিবারের সদস্যরা। তাঁদের দাবি, এই বিষাক্ত মাকড়সাটি আসলে ট্যারান্টুলা (Tarantula) প্রজাতির। যা সাধারণত আফ্রিকার জঙ্গলে পাওয়া যায়। দেগঙ্গার কার্তিকপুরে অনুপ নন্দীর বাড়িতে যে মাকড়সাটি দেখা গিয়েছে, সেটি কালো রঙের এবং রোমশ প্রকৃতির। সেটি আদৌ ট্যারান্টুলা প্রজাতির কিনা তা অবশ্য জানা যায়নি এখনও পর্যন্ত।


আরও পড়ুন - Suvendu Adhikari: ''বিধায়ক, সাংসদদেরই নিরাপত্তা নেই, মানুষের নিরাপত্তা কোথায়?'', রাজ্য সরকারকে তোপ শুভেন্দুর


প্রসঙ্গত, বেশ কিছুদিন আগে হাওড়ার (Howrah) শ্যামপুরে ট্যারান্টুলা (Tarantula) আতঙ্ক দেখা দেয়। বিষাক্ত মাকড়সার কামড়ে এক যুবকের মৃত্যুরও অভিযোগ ওঠে সেখানে। এলাকায় বেশ কয়েকটি বাড়িতে কালো রোমযুক্ত মাকড়সা দেখা গিয়েছে বলে দাবি তোলা হয়। দ্রুত বন দফতরের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে বেশ কয়েকটি মাকড়সা ধরেও নিয়ে যায়। বিষাক্ত মাকড়সার কামড়ে যুবকের মৃত্যুর খবরে গ্রামে ছড়ায় আতঙ্ক। যদিও মাকড়সার কামড়ে ওই যুবকের মৃত্যু হয়েছে, এমন অভিযোগ মানতে নারাজ বিশেষজ্ঞরা। পরবর্তীতে স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে গ্রামবাসীদের আতঙ্ক কমানোর চেষ্টা করা হয়।