জয়ন্ত পাল, উত্তর ২৪ পরগনা: ফের আগ্নেয়াস্ত্র উদ্ধার (arms recovered) করা হল। এবার উত্তর ২৪ পরগনার (North 24 Paraganas) নারায়ণপুর থেকে। সেই সঙ্গে পুলিশের জালে দুই দুষ্কৃতীও।


নারায়ণপুর থেকে আগ্নেয়াস্ত্র সহ ধৃত দুষ্কৃতী


নারায়ণপুর থেকে আগ্নেয়াস্ত্র সহ ধৃত দুষ্কৃতী। বাজেয়াপ্ত করা হয়েছে ৬ রাউন্ড গুলি। 


পুলিশ সূত্র মারফত খবর মিলেছে, গতকাল অর্থাৎ বুধবার রাতে গোপন সূত্রে খবর পেয়ে রাজ্য পুলিশের এসটিএফ ও নারায়ণপুর থানার পুলিশ যৌথভাবে অভিযান চালায়। তাতে নারায়ণপুর থানা এলাকার বাবলাতলা বাস স্ট্যান্ড থেকে এক দুষ্কৃতীকে আটক করা হয়।


এরপরে তল্লাশি চালিয়ে ওই দুস্কৃতীর থেকে দুটি ৭ এমএম  পিস্তল ও ৬ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। তারপরেই ওই যুবককে গ্রেফতার করে পুলিশ। পুলিশ সূত্রে খবর, ধৃত দুস্কৃতীর নাম মহম্মদ শাবাজ। ধৃতকে আজকে ব্যারাকপুর আদালতে তোলার কথা। পুলিশ তাকে নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানাবে বলে খবর।


পুলিশ সূত্রে আরও খবর, ধৃত দুষ্কৃতী মেটিয়াবুরুজ এলাকার বাসিন্দা। সে বিহার থেকে আগ্নেয়াস্ত্র কিনে এখানে কোথাও বেচার উদ্দেশ্য নিয়ে এসেছিল বলে জানা গেছে। ধৃতকে হেফাজতে নিয়ে পুলিশ জানার চেষ্টা করবে কাকে সে আগ্নেয়াস্ত্র বেচতে এসেছিল। পাশাপাশি এই চক্রের সঙ্গে আর কে কে যুক্ত রয়েছে, তা জানারও চেষ্টা চলবে। পুলিশ ইতিমধ্যেই জিজ্ঞাসাবাদ করে জানতে পেরেছে ধৃত দুস্কৃতী বেআইনি অস্ত্র কারবারের সঙ্গে যুক্ত।


আরও পড়ুন: South Dinajpur: তৃণমূল নেতাও না কি 'ভুয়ো', দক্ষিণ দিনাজপুরে চাঞ্চল্যকর অভিযোগ


এর আগে বগটুই কাণ্ডের পর উত্তর ২৪ পরগনার (North 24 Parganas News) বনগাঁয় বেআইনি অস্ত্র উদ্ধার এবং দুষ্কৃতীদের ধরপাকড় করতে পুলিশ সুপারকে চিঠি দিয়েছিলেন তৃণমূল (TMC) জেলা সভাপতি তথা বনগাঁ পৌরসভার চেয়ারম্যান গোপাল শেঠ। চিঠিতে তিনি জানিয়েছিলেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) নির্দেশ দিয়েছেন যে, রাজ্যের সর্বত্র বে-আইনি অস্ত্র উদ্ধার করতে হবে৷ ব্যবস্থা নিতে হবে দুষ্কৃতীদের বিরুদ্ধে। মুখ্যমন্ত্রীর নির্দেশকে যাতে মান্যতা দেওয়া হয়, সে কারণেই পুলিশ সুপারকে চিঠি দিয়েছিলেন তিনি।