সমীরণ পাল, উত্তর ২৪ পরগণা: ফের প্রকাশ্যে তৃণমূলের দুই গোষ্ঠীর মধ্যে কোন্দল (TMC Inner Clash)। জঞ্জাল ফেলাকে কেন্দ্র করে ঝামেলার সূত্রপাত। পচা দুর্গন্ধের মধ্যেই চলাচল করতে হয় সাধারণ মানুষকে। ঘটনা উত্তর ২৪ পরগণার (North 24 Paraganas) বারাসাতের (Barasat)।


জঞ্জাল ফেলা নিয়ে প্রকাশ্যে তৃণমূলের দুই গোষ্ঠীর কোন্দল  


পচা দুর্গন্ধে ভরেছে চারিদিক। তার মধ্যে দিয়ে চলাফেরা করতে হচ্ছে সাধারণ মানুষকে। এ যেন জীবিত অবস্থায় নরকবাস। চিত্রটা বারাসাত পৌরসভার।


বাসিন্দাদের মতে বারাসাত পৌরসভা জঞ্জালের শহর হয়ে উঠেছে। আনাচে কানাচে যেখানেই তাকানো যায় সেখানেই জঞ্জাল পড়ে রয়েছে। বাদ যায়নি অতিরিক্ত জেলা শাসকের বাংলোর সামনের অংশও। গত এক বছরেরও বেশি সময় ধরে বারাসাতে জঞ্জাল ফেলা নিয়ে সমস্যা চলছে। 


এক বছর আগে ডাম্পিং গ্রাউন্ডে (Dumping Ground) সেখানকার স্থানীয় বাসিন্দারা দুর্গন্ধের জন্য ময়লা ফেলতে বাধা দেয়। তারপর থেকে অস্থায়ীভাবে বেশ কতগুলো জায়গাতে ময়লা ফেলা হচ্ছিল। কিন্তু স্থায়ী ময়লা ফেলার  জায়গা এখনও খুঁজে পাওয়া যায়নি। পুরনো ডাম্পিং গ্রাউন্ডের সেই জায়গায় নতুন করে আধুনিক ডাম্পিং গ্রাউন্ড তৈরি করে স্থানীয় গ্রামবাসীদের সমস্যা মিটিয়ে ফেলা হচ্ছে, এমনটাই জানা যাচ্ছে পুরসভা সূত্রে। 


সূত্রের খবর, এই এক বছর আগে স্থানীয় গ্রামবাসীরা যে বিক্ষোভ দেখায়, তা পুরোটাই আসলে ছিল তৈরি করা। কিন্তু কে এই বিক্ষোভ তৈরি করেছিল? চেয়ারম্যানরা নাকি প্রাক্তন চেয়ারম্যান। এই নিয়ে চলছে দোষারোপ-পাল্টা দোষারোপ।


আরও পড়ুন: North Dinajpur: অনগ্রসরদের স্কলারশিপ দুর্নীতি, গ্রেফতার জালিয়াতি চক্রের মূল অভিযুক্ত


কিন্তু বিদায়ী চেয়ারম্যান ও বর্তমান চেয়ারম্যানের গোষ্ঠী কোন্দলের ফলে সমস্যায় পড়তে হচ্ছে বারাসতের সাধারণ মানুষকে। গত একমাস ধরে অনেক বাড়ি থেকে ময়লা নেওয়া হচ্ছে না। স্থানীয় বাসিন্দারা যেখানে সেখানে ময়লা ফেলে দিচ্ছেন। আবার যেসব বাড়ি থেকে ময়লা সংগ্রহ করা হচ্ছে তা শহরের বিভিন্ন পয়েন্টে এমনি ফেলে রাখা হচ্ছে। যদিও নতুন চেয়ারম্যান অশনি মুখোপাধ্যায় জানিয়েছেন দ্রুত সমস্যার সমাধান করে ফেলা হবে।