সমীরণ পাল, দক্ষিণ ২৪ পরগনা: পারিবারিক বিবাদের  মর্মান্তিক পরিণতি। ভাইপোর হাতে খুন কারা। ইছাপুর গোয়ালাপাড়া অঞ্চলে এমনই অভিযোগ উঠেছে। পলাতক অভিযুক্ত ভাইপো।


জানা গেছে,     প্রায়শই প্রামানিক পরিবারে লেগে থাকত ঝামেলা। গতকালও দুপক্ষের তুমুল  ঝামেলা বেধে যায়। নবকুমার প্রামানিক বাড়ি ঢোকেন সেই সময় বাড়িতেই ছিলেন তাঁর ভাইপো সৈকত প্রামানিক।  


সেই সময় কাকা নবকুমারের সঙ্গে ঝগড়া শুরু হয় ভাইপো সৈকতের।  এরপরই শুরু হয়ে যায় হাতাহাতি, মারপিট।অভিযোগ, এরইমধ্যে সৈকত শাবল দিয়ে কাকা নবকুমার প্রামাণিককে মারতে থাকে।নবকুমারের চিৎকার শুনে  ছুটে আসেন এলাকার বাসিন্দারা।  তাঁরা  সৈকতকে বিরত করার চেষ্টা করেন। আর তা করতে গিয়ে একজনের মাথায় আঘাতও লাগে। ততক্ষণে গুরুতর জখম হন নবকুমার।  রক্তাক্ত অবস্থায় তাঁকে নিয়ে যাওয়া হয় বারাকপুর বি এন বোস হাসপাতালে।  সেখানেই তাঁর মৃত্যু হয়। 


এরপরই পালিয়ে যায় সৈকত।  এই ঘটনায় পুলিশের কাছে অভিযোগ দায়ের করা হয়। এরপরই  ঘটনার তদন্ত শুরু করেছে নোয়াপাড়া থানার পুলিশ। গোটা ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে ইছাপুর গোয়ালা পাড়া অঞ্চলে।


North 24 Parganas: উত্তর ২৪ পরগনায় প্রথম ডোজের টিকাকরণের ১০০ শতাংশ কাজ শেষ, দাবি প্রশাসনের, কটাক্ষ বিজেপির


কয়েকদিন আগেই মালদায় পারিবারিক বিবাদের জেরে নিজের স্ত্রীকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুনের অভিযোগ উঠেছিল স্বামীর বিরুদ্ধে। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছিল ইংরেজবাজার থানার গাবগাছি যদুপুর এলাকা। মৃত গৃহবধূর নাম তাহেরা বিবি। তাঁর বয়স ৪৫ বছর। অভিযুক্ত স্বামী খলিল শেখ। পরিবার ও স্থানীয় সূত্রে জানা গিয়েছিল যে, ঘটনার দিন  সকালে স্থানীয়রা দেখতে পান ঘরের ভেতরে ওই গৃহবধূর রক্তাক্ত মৃতদেহ। মৃতদের পাশেই পড়েছিল  ধারাল অস্ত্র।  ততক্ষণে  পলাতক হয়ে যায় অভিযুক্ত স্বামী। তাহেরা বিবির পরিবারে রয়েছে চার ছেলে ও এক মেয়ে। এই খবর ছড়িয়ে পড়তে এলাকায় চাঞ্চল্য দেখা দেয়।খবর দেওয়া হয় ইংরেজবাজার থানা পুলিশকে পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মালদা মেডিকেল কলেজ হাসপাতালে আনে।