সমীরণ পাল, উত্তর ২৪ পরগনা:  উত্তর ২৪ পরগনা জেলায় করোনা টিকাকরণ নিয়ে   বিতর্ক চরমে । জেলা প্রশাসনের তরফ থেকে দাবি করা হচ্ছে জেলার অধিকাংশ পুরো এলাকায় প্রথম ডোজ ভ্যাকসিনেশন প্রক্রিয়ার প্রায় ১০০ শতাংশ কাজ শেষ ।এই নিয়েই চরমে উঠেছে শাসক-বিরোধী কাজিয়া । 


বিজেপির বক্তব্য, এতদিন ধরে কেন্দ্রীয় সরকার ভ্যাকসিন দিচ্ছে না বলে সরব হয়েছিল রাজ্যের শাসক দল । কিন্তু যে হারে পুর এবং পঞ্চায়েত এলাকায় রাজ্যে ভ্যাকসিনেশনের কাজ দ্রুত এগোচ্ছে তা থেকে প্রমাণিত হয় যে শাসক দলের অভিযোগ মিথ্যা ছিল । 


অন্যদিকে, সামনেই উৎসবের মরসুমে যাতে সংক্রমণ নিয়ন্ত্রণে থাকে তার জন্য এই যুদ্ধকালীন তৎপরতায় ভ্যাকসিনেশনের কাজ শেষ করা হচ্ছে বলে দাবি জেলা প্রশাসনের । উত্তর ২৪ পরগনা জেলার পুর এলাকাগুলির মধ্যে বিধান নগর, দমদম, পানিহাটি, ব্যারাকপুর মধ্যমগ্রাম, বারাসাত, বনগাঁ সহ বেশ কিছু  এলাকায় প্রায় ১০০ শতাংশ প্রথম ডোজ করোনা টিকাকরণের কাজ শেষ হয়েছে ।গ্রামাঞ্চলের মধ্যে ব্যারাকপুর দু'নম্বর ব্লক রাজারহাটে প্রায় ১০০ শতাংশ কাজ শেষ হয়ে গেছে । দমদম পুরসভার তরফ থেকে দাবি করা হয়েছে যে ,প্রথমে সুপার স্প্রেন্ডার, পরে শারীরিক দিক থেকে প্রতিবন্ধকতার শিকার মানুষদের বাড়িতে গিয়ে টিকাকরণ প্রক্রিয়ার কাজ করা হয়েছে ।মধ্যমগ্রাম পুরসভার তরফ থেকে দাবি করা হয়েছে যেস সঠিক এলাকা বিন্যাস করে সুসংগঠিতভাবে ধাপে ধাপে এই কাজটা সম্পন্ন করা হয়েছে । বনগাঁ পুরসভার তরফ  থেকে দাবি করা হয়েছে, শুধু প্রথম ডোজ নয় ইতিমধ্যেই তাদের দ্বিতীয় ডোজের টিকাকরণের   অর্ধেক কাজ শেষ হয়েছে ।


LPG Price Hike: ফের তীব্র জ্বালানির জ্বালা, পুজোর মুখে দাম বাড়ল বাণিজ্যিক রান্নার গ্যাস সিলিন্ডারের


জেলা প্রশাসন সূত্রে জানানো হয়েছে, আশি লক্ষেরও বেশি জনসংখ্যা রয়েছে এই জেলায় । করোনার প্রথম এবং দ্বিতীয় তরঙ্গে এই জেলা সংক্রমনের শীর্ষে ছিল । ইতিমধ্যেই ৫২ লক্ষ ৪৭ হাজার মানুষ প্রথম ডোজ ভ্যাকসিন পেয়ে গিয়েছেন । ২০ লক্ষ ৫৫ হাজার মানুষ পেয়েছেন দ্বিতীয় ডোজ ।