সমীরণ পাল, হালিশহর (উত্তর ২৪ পরগণা): পুরভোট মিটতেই শুরু হল জায়গায় জায়গায় অশান্তি। হালিশহরে (Halishahar) তৃণমূল কাউন্সিলরের (TMC Councillor) বাড়ির সামনে বোমাবাজি। 


গতকাল অর্থাৎ শনিবার তৃণমূল কাউন্সিলরের বাড়ি লক্ষ্য করে ২টি বোমা ছোড়ার অভিযোগ তুলেছেন কাউন্সিলর অশোক যাদব। বোমাবাজিতে ক্ষতিগ্রস্ত হয়েছে তৃণমূল কাউন্সিলরের গাড়ি। খতিয়ে দেখা হচ্ছে সিসিটিভি ফুটেজ। রাতেই বোমার টুকরো উদ্ধার করে পুলিশ। কী কারণে হামলা করা হয়েছে, উঠছে প্রশ্ন। সেই সিসিটিভি ফুটেজ থেকেই দুষ্কৃতীদের খোঁজ চালাচ্ছে পুলিশ।


আরও পড়ুন: Dilip Ghosh: 'দায়িত্ব এড়িয়ে অন্যের ঘাড়ে দোষ, আত্মবিশ্লেষণ নয়, পরচর্চা' লকেটকে পাল্টা জবাব দিলীপের


অন্যদিকে ২৭ ফেব্রুয়ারি পুরসভা নির্বাচন (WB Municipal Polls 2022) ছিল। তার আগেও রাজনৈতিক হিংসার খবর উঠে আসে একাধিক জায়গা থেকে। মুর্শিদাবাদে  (Murshidabad News) তৃণমূল (TMC) প্রার্থীর স্বামীকে লক্ষ্য করে বোমা ছোড়ার অভিযোগ সামনে আসে। এই ঘটনায় কংগ্রেসের (Congress) দিকে অভিযোগের তির  ছোড়ে তৃণমূল। তারা যদিও অভিযোগ খারিজ করে। কংগ্রেস পাল্টা হেনস্থার অভিযোগ তোলে জোড়াফুল শিবিরের দিকেই।


মুর্শিদাবাদ জেলার ধুলিয়ানের ঘটনা। শুক্রবার অর্থাৎ গত ২৬ ফেব্রুয়ারি রাতে মোটর সাইকেলে চেপে বাড়ি ফিরছিলেন ধুলিয়ান পুরসভার প্রাক্তন চেয়ারম্যান মেহবুব আলম। সেই সময় তাঁকে লক্ষ্য করে বোমা ছোড়া হয় বলে অভিযোগ। মেহবুব জানিয়েছেন, তিনি অল্পের জন্য বেঁচে ফিরেছেন। ঘটনার পরই সঙ্গে সঙ্গে হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাঁকে। প্রাথমিক চিকিৎসার পর সেখান থেকে ফিরে আসেন বাড়িতে। বাড়িতে তাঁকে দেখতে ভিড় করেন আত্মীয়-পরিজনরা।


মেহবুবের স্ত্রী রৌশেনারা বিবি এ বারে ১৬ নম্বর ওয়ার্ডে তৃণমূলের টিকিটে নির্বাচনে লড়েন। তাতেই বিরোধী শিবির তাঁকে নিশানা করেছে বলে অভিযোগ তোলেন আক্রান্ত এবং তাঁর পরিবারের। সরাসরি কংগ্রেসের দিকে আঙুল তোলেন তাঁরা। কংগ্রেস আশ্রিত দুষ্কৃতীরাই বোমা ছুড়েছে বলে দাবি তাঁদের।