সমীরণ পাল, উত্তর ২৪ পরগনা: ভাটপাড়ায় (Bhatpara) উদ্ধার প্রচুর তাজা বোমা (Bomb)। সবমিলিয়ে মোট ১৬টি বোমা উদ্ধার হয়েছে বলেছে খবর পুলিশ সূত্রে। ঘটনাকে কেন্দ্র করে তীব্র আতঙ্ক ছড়িয়েছে ভাটপাড়া পুরসভার (Bhatpara Municipality) ১২ নম্বর ওয়ার্ডের পঞ্চাননতলায়। আজ, মঙ্গলবার বেলায় একটি স্থানীয় গুমটির মধ্যে হঠাৎই বোমাগুলো দেখতে পান স্থানীয় বাসিন্দারা। সঙ্গে সঙ্গেই খবর দেওয়া হয় ভাটপাড়া থানাতে (Bhatpara Police Station)। 


ঘটনার খবর পেয়ে তড়িঘড়ি ভাটপাড়া থানার পুলিশ (Bhatpara Police Station) ঘটনাস্থলে পৌঁছয়। ভাটপাড়া থানার পুলিশ (West Bengal Police) বোমাগুলো উদ্ধার করে। এর পর বন্ধ থাকা কাঁকিনাড়া পেপার মিলের ভেতরে গঙ্গার ধারে বোমাগুলোকে নিষ্ক্রিয় করে হয় বোম্বস্কোয়াডের তরফে। তবে কারা, কী কারণে ওই গুমটির মধ্যে বোমাগুলো লুকিয়ে রেখেছিল, তা খতিয়ে দেখছে ভাটপাড়া থানার পুলিশ।


গতকালই ফের ভাটপাড়ায় বোমাবাজির অভিযোগ ওঠে। ঘটনাস্থল থেকে তিনটি তাজা বোমা উদ্ধার করা হয়েছে বলে পুলিশ সূত্রে দাবি। গ্রেফতার করা হয় দুই দুষ্কৃতীকে।  সোমবার রাতে জগদ্দল থানার বাকুলিয়া মোড়ে, দুষ্কৃতীরা রাস্তায় পরপর বোমা ফাটায় বলে অভিযোগ স্থানীয় বাসিন্দাদের। পুলিশ সূত্রে দাবি, ঘটনাস্থল থেকে তিনটি তাজা বোমাও উদ্ধার করা হয়। গ্রেফতার করা হয়েছে দুই দুষ্কৃতীকে। মুখ্যমন্ত্রীর নির্দেশের পর রাজ্যজুড়ে অবৈধ অস্ত্র উদ্ধার ও ধরপাকড় শুরু করেছে পুলিশ। কিন্তু ভাটপাড়ায় ফের বোমাবাজির অভিযোগ ওঠায়, একে অন্যের দিকে আঙুল তুলেছে তৃণমূল ও বিজেপি। সোমবার রাতে বোমাবাজির অভিযোগের পর, মঙ্গলবারও এলাকায় টহল দেয় পুলিশ।


রামপুরহাটকাণ্ডের পর বেআইনি অস্ত্র, বোমা উদ্ধারের নির্দেশ দেন মুখ্যমন্ত্রী।  আর সেই নির্দেশের পরই তত্পর হয়েছে পুলিশ প্রশাসন।  মুখ্যমন্ত্রীর কড়া নির্দেশের পর থেকে বেআইনি অস্ত্র ও বোমা উদ্ধারের জন্য জেলায় জেলায় পুলিশি অভিযান চলছে। ইতিমধ্যেই দফায় দফায়  একাধিক জায়গায় উদ্ধার আগ্নেয়াস্ত্র, কার্তুজ, বোমা। অস্ত্র আইনে গ্রেফতার হয়েছে প্রায় ১২ জন দুষ্কৃতী।