সমীরণ পাল, উত্তর ২৪ পরগনা: মাছ ধরেই চলে পেট। মাছ ধরতে প্রতিদিনই রাতে জাল পাতে মৃধা পরিবার। মূলত রায়মঙ্গল নদীতেই মাছ ধরেন তাঁরা। শনিবার রাতেও তাঁরা জাল পেতেছিলেন। ভোররাতের দিকে জালে টান পড়তেই ঘুম ভাঙে তাঁদের। জালের টান দেখেই সন্দেহ করেছিলেন তাঁরা। জাল টেনে তুলতেই চক্ষু চড়কগাছ। বিশাল আকারের একটি ভেটকি মাছ ধরা পড়েছে জালে। ঘটনাস্থল উত্তর ২৪ পরগনার সুন্দরবনের কালিতলা ঝিঙেখালি ফরেস্ট এলাকায় রায়মঙ্গল নদী।


বিশালাকার মাছ:
মাছ বেশ কয়েকফুট লম্বা। ওজন করার পরে দেখা গিয়েছে, মাছটির ওজন ১৯ কেজি ৬২০ গ্রাম। বাজারে নিলাম হয়েছে মাছটির। দাম দাঁড়িয়েছে প্রতি কেজিতে হাজার টাকা। ভেটকি মাছটির মোট দাম উঠেছে ১৯ হাজার ২০৮ টাকা।      


ওই নদীতেই মাছ ধরেন মৎস্যজীবী হরিদাস  মৃধা ও তাঁর বাবা বসুদেব মৃধা। শনিবার রাতেই জাল পেতেছিলেন তাঁরা। গভীর রাতেই জালের মধ্যে নড়াচড়া টের পান তাঁরা। জালের টান দেখে তাঁদের সন্দেহ হয়েছিল বড় কোনও মাছ ধরা পড়তে পারে। কিন্তু এতবড় মাছ যে ধরা পড়বে তা প্রথমে বুঝে উঠতে পারেনি তাঁরা। পরে জাল তুলে তাঁরা দেখতে পান বিশাল আকৃতির একটি ভেটকি মাছ ধরা পড়েছে জালে। জাল গুটিয়ে পাড়ে তুলতেই খবর ছড়িয়ে পড়ে এক বড় মাছের। মাছ দেখতে কালিতলা বাজার সংলগ্ন নদীর পাড়ে ভিড় করেন স্থানীয়রা। সঙ্গেই সঙ্গেই একটি চারচাকা গাড়ি ভাড়া করে কলকাতার উদ্দেশে রওনা দিয়েছেন তাঁরা। কলকাতা নিয়ে যেতে সহযোগিতা করেছেন তন্ময় মৃধা নামে স্থানীয় এক মৎস্যজীবী। এত বড় মাছ ধরা পড়ায় হাতে এসেছে টাকাও। আপাতত স্বস্তি মৃধা পরিবারে।  


আগেও জালে ভেটকি:
উত্তর ২৪ পরগনার হিঙ্গলগঞ্জের রূপমারি গ্রাম। সেখানেই রয়েছে গৌড়েশ্বর নদী। জীবিকা নির্বাহের জন্য প্রতিদিন সেখানেই মাছ ধরেন মৎস্যজীবী সুচিত্রা মল্লিক এবং তাঁর স্বামী বিশ্বনাথ মল্লিক। কয়েকদিন আগে তাঁদের জালে উঠেছিল ২৫ কেজির একটি ভেটকি মাছ। নিলামে যার দাম উঠেছিল ২৬ হাজার টাকা।


আরও পড়ুন: প্রধানের সই জাল করলেন পঞ্চায়েত কর্মী, ভুয়ো সার্টিফিকেট দিয়ে দিয়ে পুলিশের জালে