সমীরণ পাল, উত্তর ২৪ পরগনা: ফের পঞ্চায়েতে দুর্নীতির অভিযোগ। ফের ১০০ দিনের কাজ নিয়েই অভিযোগ। এবার উত্তর ২৪ পরগনার মিনাখাঁর ঘটনা। ওই এলাকায় তৃণমূল পরিচালিত পঞ্চায়েতের প্রধান ও অঞ্চল সভাপতির বিরুদ্ধে টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে। আর সেই অভিযোগ করেছে খোদ তৃণমূল। সেই অভিযোগে পঞ্চায়েতের সামনে বিক্ষোভ দেখালেন তৃণমূল কর্মীরাই। 


এর আগে একাধিক এলাকায় ১০০ দিনের কাজের প্রকল্প নিয়ে অভিযোগ উঠেছে। অনেকসময়েই নিশানায় থেকেছে তৃণমূল পরিচালিত পঞ্চায়েত। এবারও একই অভিযোগ। তৃণমূল পরিচালিত পঞ্চায়েতের বিরুদ্ধে সরকারি কাজের টাকা আত্মসাতের অভিযোগ। কিন্তু বিরোধীরা নয়, সেই অভিযোগ তোলা হয়েছে তৃণমূল কর্মীদেরই তরফে। যা নিয়ে কটাক্ষ ছুড়ে দিয়েছে বিরোধীরাও। সব ঠিক থাকলে আগামী বছরেই পঞ্চায়েত ভোট হওয়ার কথা। তার আগেই এমন অভিযোগে উত্তর ২৪ পরগনার মিনাখাঁয় শুরু হয়েছে চাঞ্চল্য।  


কোথায় অভিযোগ?
উত্তর ২৪ পরগনার মিনাখাঁর  চাঁপালি গ্রাম পঞ্চায়েত। বিক্ষোভকারী তৃণমূলকর্মীদের অভিযোগ, তৃণমূলের পঞ্চায়েত প্রধান শ্রাবন্তী মণ্ডল ও অঞ্চল সভাপতি আইজুল গাজি ১০০ দিনের কাজের টাকা আত্মসাৎ করেছেন।


অভিযোগ অস্বীকার:
চাঁপালি গ্রাম পঞ্চায়েতের তৃণমূলের পঞ্চায়েত প্রধান শ্রাবন্তী মণ্ডল বলেন, 'কোনও দুর্নীতি হয়নি। কালিমালিপ্ত করার চেষ্টা হচ্ছে।' আরও একজনের বিরুদ্ধে রয়েছে অভিযোগ। চাঁপালির অঞ্চল সভাপতি আইজুল গাজির দাবি, 'পঞ্চায়েতের বিরুদ্ধে একটিও দুর্নীতি প্রমাণ করতে পারবে না চ্যালেঞ্জ।'


বিরোধীর খোঁচা:
ফের দুর্নীতির অভিযোগ ওঠায় খোঁচা দিতে ছাড়েনি বিজেপি। তৃণমূলের তরফেই দুর্নীতির অভিযোগ তোলায় করা হয়েছে কটাক্ষ। বসিরহাট সাংগঠনিক জেলার বিজেপি যুব মোর্চার সভাপতি পলাশ সরকার বলেন, 'দুর্নীতি হয়েছে, তার প্রতিবাদে গর্জে উঠেছে সাধারণ মানুষ।সারা রাজ্য জুড়ে পঞ্চায়েত গুলোতে যেভাবে দুর্নীতি হচ্ছে তৃণমূল গ্রাম পঞ্চায়েতগুলিকে ব্যবসায়িক প্রতিষ্ঠানে পরিণত করেছে।' 


তৃণমূলের প্রতিক্রিয়া:
মিনাখাঁ ২ নম্বর ব্লক তৃণমূলের সভাপতি তাজউদ্দিন মোল্লা বলেন, 'চাঁপালী গ্রাম পঞ্চায়েতের বিরুদ্ধে একাধিক দুর্নীতির অভিযোগ উঠেছে আমি শুনেছি।  দুর্নীতি প্রমাণিত হলে দলের উচ্চ নেতৃত্বের সঙ্গে কথা বলে ব্যবস্থা নেবেন।'


বুধবারই, পূর্ব মেদিনীপুরের মহিষাদলে তৃণমূল বিধায়কের বিরুদ্ধে রাস্তা তৈরির কাজে কাটমানি নেওয়ার অভিযোগ তুলেছিলেন তৃণমূলের অঞ্চল সভাপতি। এবার উত্তর ২৪ পরগনায় ফের একইরকম অভিযোগ।


আরও পড়ুন:  টলমল পায়ে হাঁটা, হাত থেকে ঝুলছে শিশু, পথচারীর গতিবিধি দেখে সন্দেহ, চুঁচুড়ায় উদ্ধার পাঁচদিনের শিশুকন্যা