সমীরণ পাল, ভাটপাড়া (উত্তর ২৪ পরগনা): ভরসন্ধেয় জগদ্দলে শ্যুটআউট (Shootout)। আগ্নেয়াস্ত্র-সহ গ্রেফতার অভিযুক্ত। পুলিশ সূত্রে খবর, গতকাল সন্ধেয় ১৭ নম্বর ওয়ার্ডের মোমিনপাড়া এলাকায় ২ রাউন্ড গুলি চলে। সিসি ক্যামেরার (CCTV Footage) ফুটেজে ধরা পড়েছে গুলি চলার ছবি। গুলিতে জখম হন এক মহিলা-সহ ২। তাঁদের ভাটপাড়া স্টেট জেনারেল হাসপাতালে (Bhatpara State General Hospital) নিয়ে যাওয়া হয়। কী কারণে গুলি, খতিয়ে দেখছে জগদ্দল থানার পুলিশ।
দু’রাউন্ড গুলি: ভরসন্ধেয় ভাটপাড়ায় ফের শ্যুটআউট! জনবহুল এলাকায় পরপর দু’রাউন্ড গুলি চালাল দুষ্কৃতীরা। বুক ছুঁয়ে গুলি বেরিয়ে যাওয়ায় অল্পের জন্য প্রাণে রক্ষা পেলেন এক ব্যক্তি। অন্যদিকে অপর গুলিটি লাগল স্থানীয় এক মহিলার পায়ে!
গুলি চালানোর ঘটনা ধরা পড়েছে এলাকায় লাগানো ক্লোজ সার্কিট ক্যামেরায়। সেখানে দেখা যাচ্ছে, সাদা রঙের টি শার্ট পরা দুষ্কৃতী প্রথমে লুকিয়ে রয়েছে। এরপরই সাদা জামা পরা এক ব্যক্তির দিকে হাতে আগ্নেয়াস্ত্র নিয়ে তেড়ে যাচ্ছে এই দুষ্কৃতী।
এলাকায় আতঙ্ক: ওই ব্যক্তি পাল্টা ধাওয়া করায় প্রথমে কিছুটা পিছিয়ে আসে দুষ্কৃতী। কিন্তু পরক্ষণেই ফের আগ্নেয়াস্ত্র নিয়ে তাড়া করে। এবং শেষে পরপর দু’রাউন্ড গুলি চালায়। এই ঘটনার পরই ভাটপাড়া পুরসভার ১৭ নম্বর ওয়ার্ডের মোমিনপাড়া এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। যাকে লক্ষ্য করে গুলি চালানো হয়েছে, সেই ব্যক্তির নাম জব্বর আনসারি।
কিন্তু কী কারণে গুলি চালানো হল? দু’জনকেই প্রাথমিক চিকিত্সার জন্য নিয়ে যাওয়া হয় ভাটপাড়া স্টেট জেনারেল হাসপাতালে। গত এক মাসে কখনও ব্যবসায়ীকে গুলি করে খুন!
কখনও বিস্ফোরণ, কখনও বোমা উদ্ধার, বারবার উত্তপ্ত হয়েছে ভাটপাড়া-জগদ্দল এলাকা। যা নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। অভিযুক্ত দুষ্কৃতীকে গ্রেফতার করেছে পুলিশ। উদ্ধার হয়েছে আগ্নেয়াস্ত্র।
আরও পড়ুন: Mamata Banerjee Cabinet : মমতার মন্ত্রিসভায় আসতে পারেন ৭ নতুন মুখ, বাদ পড়তে পারেন ৪ জন