সমীরণ পাল, দেগঙ্গা: সাতসকালে নদীতে ভেসে এল গৃহবধূর মৃতদেহ (Deadbody)। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। দেগঙ্গার (Deganga) এক নম্বর গ্রাম পঞ্চায়েতের দোগাছিয়া মন্ডল পাড়ার ঘটনা। বৃহসপতিবার বিদ্যাধরী নদীতে বছর চব্বিশের এক অজ্ঞাত পরিচয় গৃহবধূর মৃতদেহ (Housewife Deadbody) ভাসতে দেখে চাঞ্চল্য ছড়ায় এলাকায়।
স্থানীয় ভাটা মালিক এবং পথচলতি মানুষ সকাল ন'টা নাগাদ দেখতে পান বিদ্যাধরী নদীতে (Bidyadhari River) কিছু একটা ভাসছে। কাছাকাছি গিয়ে দেখেন এক বধূর মৃতদেহ। স্থানীয়দের বয়ান অনুযায়ী, 'হাত-পা আকাশের দিকে মুখ করে নদীতে যেভাবে ভাসছিল তাতে তাঁদের অনুমান কেউ বা কারা তাঁকে শ্বাসরোধ করে খুন করে নদীতে ফেলে দিয়েছে'।
এরপরই খবর দেওয়া হয় দেগঙ্গা থানার পুলিশকে। দেগঙ্গা থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বিদ্যাধরী নদী (Bidyadhari River) থেকে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। তবে ওই গৃহবধূর নাম-ঠিকানা পরিচয় এখনও পর্যন্ত জানা যায়নি। তার ছবি দিয়ে বিভিন্ন থানায় তথ্য পাঠিয়ে তাঁর পরিচয় জানার চেষ্টা করছে দেগঙ্গা থানার পুলিশ।
উল্লেখ্য, এদিনই বালিতে (Bali) জাতীয় স্তরের এয়ার রাইফেল শ্যুটারের রহস্যমৃত্যুর (Mysterious lDeath) খবর প্রকাশ্যে আসে। হস্টেল থেকে মিলল কণিকা লায়েকের (Kanika Layak) ঝুলন্ত দেহ। ধানবাদের বাসিন্দা হলেও, প্রশিক্ষণের জন্য বালিতে হস্টেলে থাকতেন তিনি। পুলিশ সূত্রে দাবি, উদ্ধার হওয়া সুইসাইড নোটে স্বপ্নপূরণ না হওয়ার কথা জানিয়েছেন কণিকা।
পাশাপাশি আরও একটি ঘটনায় চাঞ্চল্য ছড়ায়। কাটোয়ায় বিয়ের প্রস্তাব প্রত্যাখ্যান করায় প্রেমিককে চুম্বনের পর গুলি করে খুনের চেষ্টার অভিযোগ উঠল প্রেমিকার বিরুদ্ধে। গুলি লক্ষ্যভ্রষ্ট হওয়ায় অল্পের জন্য প্রাণে বাঁচলেন প্রেমিক। অভিযুক্ত প্রেমিকাকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতকে আজ জুভেনাইল আদালতে তোলা হয়। সেখান থেকে পাঠানো হয় সরকারি হোমে।
অন্যদিকে, বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ। প্রেমিকের দোকানে হাজির হয়ে বিয়ে করার দাবিতে সরব প্রেমিকা। পুলিশের সামনে প্রেমিকের স্ত্রীর সঙ্গে চুলোচুলি প্রেমিকার। চাঞ্চল্য পশ্চিম বর্ধমানের দুর্গাপুর সিটি সেন্টারে। ২ মহিলাকেই আটক করে পুলিশ। পরে তাঁদের ছেড়ে দেওয়া হয়।