সমীরণ পাল, উত্তর ২৪ পরগনা: জগদ্দলের (Jagaddal) সতেরো নম্বর ওয়ার্ডের আটচালা বাগান এলাকায় বোমাবাজির (Bombing) ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়াল। বোমার আঘাতে কারও প্রাণ না গেলেও একটি বাড়ির বেশ কিছুটা অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে।
বোমাবাজির ঘটনায় চাঞ্চল্য ছড়াল জগদ্দলে-
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন সকালে উত্তর ২৪ পরগনার (North 24 Parganas) জগদ্দলের আটচালা বাগানের এ বি রোডে আলাউদ্দিন আনসারি নামে এক ব্যক্তির বাড়ি লক্ষ্য করে পরপর তিনটি বোমা ছুড়ে পালিয়ে যায় দুষ্কৃতীরা। জানা গিয়েছে, বোমার আঘাতে কারও আঘাত না লাগলেও ওই ব্যক্তির বাড়ির বেশ কিছুটা অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। স্থানীয় বাসিন্দারা জানাচ্ছেন, ওই বাড়িতে চার শিশুসহ পরিবারের অন্য়ান্য সদস্যদের সঙ্গে থাকেন আলাউদ্দিন আনসারি। দুষ্কৃতীদের বোমাবাজির ঘটনায় রীতিমতো আতঙ্কিত আলাউদ্দিনের পরিবার। বোমাবাজির পরই ঘটনাস্থলে পৌঁছয় জগদ্দল থানার বিশাল পুলিশবাহিনী। গোটা ঘটনার তদন্ত শুরু করেছেন তাঁরা। পাশাপাশি কে বা কারা বোমাবাজি করেছেন, তাদের খোঁজ চালাচ্ছে পুলিশ।
আরও পড়ুন - Barracpore News: ‘ব্যারাকপুরের বিজেপি সভাপতি অর্জুনের এজেন্ট’ ব্যারাকপুরে ব্যানার নিয়ে চাঞ্চল্য
অন্যদিকে, দিন কয়েক আগেই সিঁথিতে সরকারি আবাসনে চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়ায়। পুলিশ সূত্রে জানা যায়, গরমের জন্য ফ্ল্যাটের মালিক ও তাঁর স্ত্রী ঘর লাগোয়া বারান্দার দরজা খুলে ঘুমোচ্ছিলেন। সেই সুযোগে ভোররাতে চুরির ঘটনা ঘটে। এলাকার সিসি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখে চোরকে চিহ্নিত করার চেষ্টা চলছে বলে পুলিশ সূত্রে খবর। প্রচণ্ড গরমে রাতে ঘর লাগোয়া রেলিং ঘেরা বারান্দার দরজা খুলে ঘুমোতে যান। দম্পতি ভাবতেও পারেননি, তিনতলার বারান্দায় উঠে কেউ চুরি করতে পারে। দম্পতির দাবি, ভোররাতে তিনতলার বারান্দায় ওঠে চোর । বারান্দার দরজা খোলা থাকায় সহজেই ঢুকে পড়ে ঘরে, যেখানে দম্পতি ঘুমোচ্ছিলেন। অভিযোগ, টেবিল থেকে দম্পতির মোবাইল ফোন তুলে নিয়ে আলো জ্বালায় চোর। তারপর টেবিল থেকেই চাবি নিয়ে খুলে ফেলে আলমারি । দম্পতির দাবি লক্ষাধিক টাকার সোনার গয়না ও কয়েক হাজার টাকা নগদ নিয়ে চোর চম্পট দেয় । অভিযোগ, দম্পতির ঘর থেকে কাপড় নিয়ে তা বারান্দার রেলিংয়ে বেঁধে নীচে নেমে যায় অভিযুক্ত । পরদিন সকালে ঘুম থেকে উঠে চক্ষু চড়কগাছ দম্পতির! এই ঘটনায় সিঁথি থানায় দায়ের হয়েছে চুরির অভিযোগ । পুলিশ সূত্রে খবর, দুষ্কৃতীর খোঁজে আশপাশের এলাকার সিসি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে ।