সমীরণ পাল, উত্তর ২৪ পরগনা: বারাসাতে চন্দনপুরে বিজেপি (BJP) নেতা খুনের ঘটনার তদন্তে  সিবিআই। ইতিমধ্যে এই ঘটনায় দুজনকে গ্রেফতার (arrest) করেছে বারাসাত থানার পুলিশ এবং এই খুনের মামলার চার্জশিট বারাসাত (barasat) আদালতে জমা পড়েছে এর পরবর্তীকালে সিবিআই (CBI) এর তরফ থেকে নতুন করে খুনের মামলা রুজু করা হয় আরও আটজন নতুন নাম দেওয়া হয়। সেই ঘটনার তদন্তে জিজ্ঞাসাবাদ করতে আজ সকালে সিবিআইর  তদন্তকারী দল আসেন।


এদিকে, গতকালই চিটফান্ড মামলায় (Chitfund case) তৃণমূল নেতা (TMC Leader) প্রণব চট্টোপাধ্যায়কে (Pranab Chatterjee)গ্রেফতার করল সিবিআই (CBI)।চিটফান্ড মামলায় বর্ধমান পুরসভার (Burdwan Municipality) প্রশাসককে (Administrator) গ্রেফতার করল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। বর্ধমান সন্মার্গ ওয়েলফেয়ার ট্রাস্ট থেকে ৩ কোটি ৭৫ লক্ষ টাকা নেওয়ার অভিযোগ তাঁর বিরুদ্ধে। বর্ধমান সন্মার্গ ওয়েলফেয়ার ট্রাস্টকে বেআইনি সুবিধে পাইয়ে দেওয়ার অভিযোগ। বর্ধমানের বাড়ি থেকেই তৃণমূল নেতাকে গ্রেফতার  (Arrest) করল সিবিআই। 


সিবিআইয়ের হাতে তৃণমূল নেতার গ্রেফতারি নিয়ে  পরিবারের দাবি,  ‘বাড়ি ভাড়া নিয়েছিল, রিয়েল এস্টেটের ব্যবসায় যুক্ত হওয়ায় সম্পর্ক ছিল না’। প্রণব চট্টোপাধ্যায়কে গ্রেফতারের পর আজ তাঁকে আসানসোলের (Asansol) আদালতে পেশ করে সিবিআই। এরপর জিজ্ঞাসাবাদের জন্য নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানাবে। সিবিআই সূত্রে খবর, ওই চিটফান্ড সংস্থা থেকে আর কে কে টাকা নিয়েছিলেন তা জানার চেষ্টা করবে সিবিআই। যে টাকা প্রণব চট্টোপাধ্যায় চিটফান্ড সংস্থা থেকে নিয়েছেন, তা কোথায় গেল, এই বিষয়কেও তাঁকে জিজ্ঞাসাবাদ করবে সিবিআই।  উল্লেখ্য, ধৃতর পরিবারের লোকজনের পক্ষ থেকে টাকা নেওয়ার অভিযোগ অস্বীকার করা হয়েছে।অভিযুক্ত প্রণব চট্টোপাধ্যায়ের স্ত্রী রেখা চট্টোপাধ্যায় বলেছেন, টেক্সটাইলের ব্যবসা করবে বলেছিল, তাই ফ্ল্যাট ভাড়া দিই। রিয়েল এস্টেটের ব্যবসার কথা যখন বলে তখন থেকে সম্পর্ক নেই। সিবিআই আধিকারিকরা এসেছিলেন, জানতে চেয়েছিলেন কিছু জানি কিনা।


আরও পড়ুন: পুরভোটের আগে তৃণমূল কংগ্রেসের ইস্তেহারে ‘দশ দিগন্ত কলকাতা’