সমীরণ পাল, উত্তর ২৪ পরগণা : কলকাতা ও উত্তর ২৪ পরগনার করোনা পরিস্থিতি রীতিমতো উদ্বেগজনক। গত ২৪ ঘণ্টায় কলকাতায় সাড়ে ৫ হাজারের বেশি মানুষ করোনা আক্রান্ত। একদিনে ৪ হাজার ২৯৭ জন সংক্রমিত উত্তর ২৪ পরগনায়। এই পরিস্থিতিতে এই সপ্তাহে জেলার বেশ কয়েকটি বাজার বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
মধ্যমগ্রাম পৌরসভা এলাকায় ১৩ জানুয়ারি থেকে ১৫ জানুয়ারি পর্যন্ত সমস্ত বাজার দোকান-শপিংমল সবকিছু বন্ধ থাকবে । কেবল মাত্র চালু থাকবে ওষুধের দোকান । নিউ ব্যারাকপুর পৌরসভা এলাকায় আগামী ৩১ জানুয়ারি পর্যন্ত সপ্তাহে তিনদিন দোকান বাজার বন্ধ থাকবে ।সোমবার বৈঠকে সিদ্ধান্ত হয়, পুরসভা এলাকার সমস্ত বাজার দোকান সোম বুধ শুক্র বন্ধ থাকবে । এছাড়াও উত্তর দমদম পৌরসভা এলাকার সমস্ত বাজার দোকান বুধবার শুক্রবার বন্ধ থাকবে। এমনটাই বৈঠক শেষে পুরসভা জানিয়েছে ।
নিউ ব্যারাকপুর পুরসভা এলাকার ৭টি বাজার আগামীকাল থেকে সপ্তাহে তিনদিন, সোম, বুধ ও শুক্র বন্ধ রাখার সিদ্ধান্ত হয়েছে। আগামী ৩১ জানুয়ারি পর্যন্ত এই ব্যবস্থা চলবে।
আরও পড়ুন :
চিকিৎসক-স্বাস্থ্যকর্মীরা করোনা আক্রান্ত, বন্ধ হয়ে গেল শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালের আউটডোর
মঙ্গলবার থেকে দুই সপ্তাহের জন্য সপ্তাহে তিনদিন বারাসাতে সমস্ত বাজার বন্ধ থাকবে এমনটাই সিদ্ধান্ত নিয়েছে পুরসভা । দুই সপ্তাহের পর সংক্রমণের হার দেখে পরবর্তী সিদ্ধান্ত নেয়া হবে বলে পুরসভার পক্ষ থেকে জানানো হয়েছে । মঙ্গলবার সকালে বারাসাত থানার পক্ষ থেকে হৃদয়পুর বাজারে নজরদারি চালানো হয় দু একটি ছোটখাটো দোকান খোলা থাকলে সেগুলো বন্ধ করে দেয় পুলিশ ।
অন্যদিকে বরানগর পুরসভা এলাকায় সপ্তাহে চারদিন, মঙ্গল, বৃহস্পতি, শনি ও রবিবার বাজার বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন। মঙ্গলবার থেকেই বন্ধ করা হয় বাজার। পাশাপাশি, বরানগরে অভিযান চালায় পুলিশও। মাস্ক পরে না থাকায় কয়েকজনকে গ্রেফতার করা হয়।
করোনা সংক্রমণ রুখতে সোমবার থেকে টানা চারদিন দক্ষিণ ২৪ পরগনার ক্যানিং ব্লকে সব বাজার বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন। তার মধ্যেও বিধিকে বুড়ো আঙুল দেখিয়ে দোকান খুলেছিলেন কয়েকজন ব্যবসায়ী। খোদ বিধায়ক বাজারে হানা দিয়ে বন্ধ করালেন সেই সব দোকান। সংক্রমণ ঠেকাতে বারুইপুর ব্লকেও দোকান, বাজার বন্ধ রেখেছে প্রশাসন।