সমীরণ পাল, ইছাপুর, উত্তর ২৪ পরগনা: সামান্য সময়ের জন্য ফাঁকা ছিল বাড়ি। সেই সুযোগেই বাড়ি ঢুকে লুঠপাট চালাল দুষ্কৃতীরা। উত্তর ২৪ পরগনার (north 24 pargana) ইছাপুরের (ichapur) ঘটনা। ইছাপুরে বাদামতলা সংগ্রামগড় এলাকার ঘটনা। এক ব্যবসায়ীর বাড়িতে চুরি (burglary) হয়েছে। দিনেদুপুরে চুরির ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে এলাকায়। কাছেই রয়েছে দোকান। এদিন সেখানেই ছিলেন ওই ব্যবসায়ী। এ দিন দুপুরে তাঁর স্ত্রী বাড়ি ছিলেন না। ছেলেকে স্কুল থেকে আনতে গিয়েছিলেন তিনি। সেই ফাঁকেই হানা দেয় চোরেরা। পরে ছেলেকে স্কুল (school) থেকে নিয়ে আসার পর যখন বাড়িতে ঢুকছেন, তখনও বাড়ির ভিতরে ছিল চোরের দল। বাড়ির সদস্যের অভিযোগ, বাড়ি থেকে বেরনোর সময় সামনের দরজা বন্ধ করে গিয়েছিলেন তাঁরা। ফেরার পর সেই দরজা খুলতে পারছিলেন না তাঁরা। বাড়ির পিছন দিকেও একটি দরজা রয়েছে। সেই দরজা দিয়ে ঢুকতে চেষ্টা করেন তাঁরা। সেই সময় টের পেয়ে চোরের দল দৌড়ে পালিয়ে যায় বলে দাবি পরিবারের সদস্যদের।  

  


বেশ কিছু জিনিস খোয়া গিয়েছে বলে অভিযোগ। বাড়িতে একটি ঘরে আলমারি (almira) ছিল। সেখানে ছিল প্রায় ১০ থেকে ১২ ভরি সোনার (gold) গয়না। পুরোটাই খোয়া গিয়েছে বলে অভিযোগ। খোয়া যাওয়া গয়নার আনুমানিক মূল্য পাঁচ থেকে ছয় লক্ষ টাকা। আরও কিছু সামগ্রী খোয়া গিয়েছে বলে অভিযোগ বাড়ির লোকদের। গোটা ঘটনায় পুলিশের কাছে অভিযোগ দায়ের করেছে পরিবার। খবর পেয়ে ঘটনাস্থলে আসে স্থানীয় নোয়াপাড়া থানার পুলিশ। স্থানীয় একটি বাড়িতে সিসিটিভি ক্যামেরা রয়েছে। সেখানেই ধরা পড়েছে গোটা ঘটনা। তদন্ত শুরু করেছে পুলিশ।


দিনে দুপুরে এমন চুরির ঘটনায় প্রবল আতঙ্ক ছড়়িয়েছে এলাকায়। কার বাড়িতে কোথায় কী রয়েছে, সেই খবর কীভাবে চোরের কাছে যাচ্ছে সেই প্রশ্ন তুলছেন স্থানীরা। বাড়িতে কখন কেউ থাকবেন না সেটাও কীভাবে চোরেরা জানতে পারছে তা নিয়েও আশঙ্কায় স্থানীয় বাসিন্দারা। যত দ্রুত সম্ভব, এই এলাকায় পুলিশ পাহারার ব্যবস্থা করার দাবি জানিয়েছেন এলাকার বাসিন্দারা।  


আরও পড়ুন: ‘পুষ্পা’-র আদলে গাঁজা পাচারের চেষ্টা, আলিপুরদুয়ারে গ্রেফতার ২