সমীরণ পাল, উত্তর ২৪ পরগনা: মাটি বোঝাই একটি গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা মারে রাস্তার ধারে দোকানে। সেখানে প্রায় ২০-২৫টি দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা গিয়েছে। ঘটনাটি ঘটেছে আমডাঙ্গা (Amdanga) ব্লকের রাজবেরিয়া এলাকায়। পুলিশ গাড়িটি আটক করেছে। তবে ড্রাইভার পলাতক।
স্থানীয় সূত্রে খবর, গতকাল রাতে বেআইনিভাবে মাটি নিয়ে একটি গাড়ি চলছিল। মনে করা হচ্ছে যে মাটি বোঝাই গাড়িটির ড্রাইভার ঘুমের ঘোরে এই ঘটনা ঘটিয়েছেন। যার জন্য প্রায় ২০ থেকে ২৫টি দোকানের ওপর দিয়ে চলে যায় সেই গাড়িটি।
স্থানীয় দোকান মালিকদের দাবি তাঁদের যে ক্ষতি হয়েছে, সেই ক্ষতিপূরণ দিতে হবে এবং এই বেআইনিভাবে মাটির গাড়ি চলাচল বন্ধ করতে হবে। এছাড়া ক্ষোভ উগড়ে দিয়েছেন বেশ কিছু দোকান মালিক। আনুমানিক কয়েক লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা যাচ্ছে। ঘটনাস্থলে রয়েছে আমডাঙা থানার বিশাল পুলিশবাহিনী। মাটি বোঝাই গাড়িটিকে আটক করেছে আমডাঙা থানার পুলিশ। প্রাথমিক তদন্তে পুলিশের ধারণা মাটি বোঝায় গাড়িটি কল্যাণী এক্সপ্রেসওয়ে চওড়া করার জন্য মাটি ফেলতে জাগুলির দিকে যাচ্ছিল।
মেজিয়ায় পথ দুর্ঘটনা
পথ দুর্ঘটনাকে কেন্দ্র করে অবরুদ্ধ ৬০ নম্বর জাতীয় সড়ক। ঘটনাটি ঘটেছে বাঁকুড়ার (Bankura) মেজিয়ার (Mejia) তারাপুর এলাকায়। স্থানীয় সূত্রে খবর, একটি গাড়়ির ধাক্কায় এক কিশোরকে গুরুতর আহত হতে হয়। সেই কিশোরের নাম শ্রীনাথ শীল। তার বয়স ১৩ বছর। সেই কিশোরের দুর্ঘটনার পরই ৬০ নম্বর জাতীয় সড়কে প্রবল উত্তেজনার সৃষ্টি হয়। প্রায় ২০ মিনিট জাতীয় সড়ক অবরোধ করে রাখেন স্থানীয় বাসিন্দারা।
কীভাবে ঘটল পথ দুর্ঘটনা?
সূত্রের খবর, এদিন সকালে ৬০ নম্বর জাতীয় সড়কে সাইকেলে করে যাচ্ছিল সেই কিশোর। মেজিয়ার শ্রীনগর কলোনি থেকে তারাপুরের দিকে যাচ্ছিল সে। সেই সময়ই উল্টোদিক থেকে একটি মারুতি গাড়ি মুখোমুখি সজোরে ধাক্কা মারে ওই সাইকেল আরোহীকে। ঘটনাস্থলে গুরুতরভাবে আহত হয় ওই কিশোর। শুধু এই কিশোর নয় এই কিশোরের পাশাপাশি আরও দুই পথচারীকে ধাক্কা মারে বলে অভিযোগ।