উত্তর ২৪ পরগনা: জগদ্দলে (Jagaddal) শ্যুটআউটের (Shootout) ঘটনায় উত্তেজনা অব্যাহত। জুটমিল শ্রমিককে গুলি করে খুনের পরের দিনও ফের উত্তপ্ত হয়ে উঠে এলাকা। এ প্রসঙ্গে ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিংহ (Arjun Singh) বলেন, 'দুষ্কৃতীদের লড়াই, পুলিশকে আরও কঠোর হতে হবে'। অন্যদিকে দুই দুষ্কৃতী দলের লড়াইয়ের কথা অস্বীকার করেছেন জগদ্দলের (Jagaddal) বিধায়ক সোমনাথ শ্যাম।


বিস্ফোরক অভিযোগ: অর্জুন সিংহর বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ করেছেন তৃণমূলেরই এক নেতা। ‘২০২০-র ১৫ জুলাই অর্জুনের নির্দেশেই ধর্মেন্দ্রর উপর গুলি চালায় গণেশ সাউ। গতকালও গণেশই হামলা চালায় জুটমিল শ্রমিকের উপর।’ শুক্রবার জগদ্দলের শ্যুটআউটের ঘটনায় এমনই বিস্ফোরক মন্তব্য করেন ভাটপাড়া শহর তৃণমূলের সাধারণ সম্পাদক ধর্মেন্দ্র সিংহর। 


এলাকায় আতঙ্ক: জগদ্দলে গুলি করে খুনের পরের দিনও ফের উত্তপ্ত হয়ে উঠে এলাকা পরপর বোমাবাজি, বাড়িতে আগুন লাগানোর অভিযোগ দুষ্কৃতীদের বিরুদ্ধে। ফের এলাকায় আতঙ্ক। বন্ধ দোকানপাট। ঘটনাস্থলে যান ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের শীর্ষ কর্তারা। জুটমিল শ্রমিক হত্যাকাণ্ডের পরেই অশান্ত হয়ে উঠেছে জগদ্দল। গতকাল শ্যুটআউটের পরে দফায় দফায় বোমাবাজি চলে আজও শনিবারও। একাধিক বাড়িতে হামলার অভিযোগ ওঠে। আতঙ্কে এলাকা ছাড়ছেন সাধারণ মানুষ। অশান্তি রুখতে ব্যারাকপুরের পুলিশ কমিশনারের নেতৃত্বে রুটমার্চ হয়েছে জগদ্দলে।


গতকাল ভরসন্ধেয় গুলি করে খুন করা হয় জুটমিল শ্রমিক ২৪ বছরের রিজওয়ান আলিকে। খুনের ছবি সিসি ক্যামেরাবন্দি হয়েছে। ছবিতে দেখা যায়, চায়ের দোকানে ঘিরে ধরে মারধর শুরু হয়। পালাতে গেলে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি করে খুন করা হয় ওই যুবককে। কী কারণে খুন, তা নিয়ে এখনও অন্ধকারে পুলিশ। ঘটনায় ১ জনকে আটক করেছে পুলিশ।


গত ১৩ দিনে ৩ জন খুন হয়েছেন ভাটপাড়া ও জগদ্দলে। একাধিক বোমাবাজির ঘটনা ঘটেছে। পরপর অপরাধের ঘটনায় আতঙ্কিত স্থানীয় মানুষজন। এই প্রেক্ষাপটেই তৃণমূল নেতা ও ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিংকে নিশানা করেছেন তাঁর এলাকারই এক তৃণমূল নেতা। যদিও তার প্রতিক্রিয়া দেননি অর্জুন সিংহ। 


আরও পড়ুন: Kolkata News: রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কে চাকরির নামে প্রতারণা, নাগেরবাজার থেকে ধৃত অভিযুক্ত