সমীরণ পাল, উত্তর ২৪ পরগনা: নজরে গর্ভবতী মহিলা ও ১২ বছরের নীচে শিশুদের মায়েদের ভ্যাকসিনেশন। সেই মতো উত্তর ২৪ পরগনা জেলায় শুরু হল টিকাকরণ। বারাসত জেলা হাসপাতালে মায়েদের ডেকে এনে দেওয়া হচ্ছে ভ্যাকসিন। গ্রামীণ এলাকায় করা হয়েছে বিশেষ ক্যাম্প।


মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন, গর্ভবতী মহিলাদের দ্রুত ভ্যাকসিনেশনের ব্যবস্থা করতে হবে। সামনে দুর্গোৎসব। আশঙ্কা বাড়িয়ে চোখ রাঙাচ্ছে করোনার তৃতীয় ঢেউ। এই প্রেক্ষাপটে হবু মায়েদের দ্রুত ভ্যাকসিনেশনে উদ্যোগী হয়েছে রাজ্য সরকার। পাশাপাশি ১২ বছরের নীচে শিশুদের মায়েদের ভ্যাকসিনেশনেও দেওয়া হয়েছে গুরুত্ব। 


বুধবার থেকে উত্তর ২৪ পরগনা জেলায় শুরু হয়েছে গর্ভবতী মহিলা ও শিশুদের মায়েদের ভ্যাকসিনেশেন। বারাসাত জেলা সদর হাসপাতাল থেকে প্রতন্ত দেগঙ্গার গ্রামে সমানতালে চলছে কাজ। বাড়ি বাড়ি গিয়ে আশা কর্মীরা হবু মায়েদের স্বাস্থ্যকেন্দ্রে আসতে বলছেন।


'বারাসতের বাসিন্দা সইদা বিবি বলেন, ডাক্তার দেখাতে এসেছি, ভ্যাকসিনও নেব, বলছে ভ্যাকসিন দিয়ে দেবে।' যাতে সবাই দ্রুত ভ্যাকসিন পান তার জন্য পঞ্চায়েত এলাকায় শিবির করে দেওয়া হচ্ছে ভ্যাকসিন।


বারাসত জেলা সদর হাসপাতালের সুপার সুব্রত মণ্ডল জানিয়েছেন, মায়েদের ডেকে নিয়ে আমরা ভ্যাকসিন দিচ্ছি, এদের গুরুত্ব দেওয়া হচ্ছে, এটা প্রতিদিন চলবে। 


দৈনিক সংক্রমণ ও মৃত্যুর নিরিখে যে জেলাকে নিয়ে প্রথম থেকেই উদ্বেগ রয়েছে, তা হল উত্তর ২৪ পরগনা। কলকাতা লাগোয়া এই জেলায় হবু মা ও অনূর্ধ্ব ১২ বালক-বালিকার মায়েদের ভ্যাকসিনেশনে গুরুত্ব দেওয়ায়, পরিস্থিতি বদলাবে বলে আশাবাদী স্বাস্থ্য আধিকারিকরা। উল্লেখ্য,গতকালের বুলেটিন অনুযায়ী, একদিনে করোনা আক্রান্ত ৬৭৯ জন, মৃত্যু হয়েছে ১২ জনের। 


পাশাপাশি আজই ভ্যাকসিন সংক্রান্ত বেশ ভাল একটি খবর প্রকাশ্যে এসেছে। বর্ধমানে গান শুনতে শুনতে দেওয়া হচ্ছে ভ্যাকসিন। এমনকি ভ্যাকসিন নেওয়ার পর বিশ্রাম করার সময়ও গান শোনা। বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালের পরিবেশ দেখে উচ্ছ্বসিত হয়েছেন সকলেই। সবমিলিয়ে রাজ্যে টিকাকরণ বাড়াতে উদ্যোগী প্রশাসন।


আরও পড়ুন: North 24 Parganas: শ্বশুরবাড়িতে শ্বাসরোধ করে অন্তঃসত্ত্বাকে খুনের অভিযোগ, বামুনগাছিতে উত্তেজনা


আরও পড়ুন: Hooghly Dengue : করোনা আবহে আবারও বাড়ছে ডেঙ্গি আতঙ্ক, কোন্নগরে আক্রান্ত শিশুও