সমীরণ পাল, বরানগর: ফের পুলিশ অফিসারের ভুয়ো পরিচয়ে প্রতারণার অভিযোগে গ্রেফতার এক ব্যক্তি। 


কলকাতা পুলিশের স্পেশাল ব্রাঞ্চের ইন্সপেক্টর পরিচয়ে চাকরি দেওয়ার নামে প্রতারণার অভিযোগে গ্রেফতার বরানগরের বাসিন্দা অনিরুদ্ধ দত্ত। তাঁকে গ্রেফতার করেছে বরানগর থানার পুলিশ। 


অভিযোগ, তিনি এলাকায় পুলিশের উর্দি পরে ঘুরে বেড়াতেন। বরানগরের ময়রাডাঙার বাসিন্দা রথীন মল্লিকের অভিযোগের ভিত্তিতে তাঁকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতের বাড়ি থেকে ভুয়ো পরিচয়পত্র ও পুলিশের একসেট উর্দি উদ্ধার হয়েছে বলে পুলিশ সূত্রে খবর।


এর আগে, চলতি মাসের ২ তারিখ পুলিশ অফিসার পরিচয় দিয়ে লক্ষ লক্ষ টাকা প্রতারণার অভিযোগে এই উত্তর ২৪ পরগনার স্বরূপনগরে এক যুবককে গ্রেফতার করে পুলিশ। 


জানা যায়, উত্তর ২৪ পরগনার বাদুড়িয়ার শায়েস্তানগরে বাড়ি অভিযুক্তের। ধৃতের বিরুদ্ধে অভিযোগ, কিছু টাকা দিতে পারলেই, পুলিশে মিলবে মোটা মাইনের চাকরি। এমনই টোপ দিয়ে পুলিশের উচ্চ পদস্থ অফিসার সেজে, বিভিন্ন লোকের কাছ থেকে লক্ষ লক্ষ টাকা নিয়ে প্রতারণা করে বেড়াত  বাকিবিল্লা গাজি নামে ওই যুবক। 


প্রতারণার শিকার স্বরূপনগর এমনই একজন তন্ময় মল্লিক পুলিশে অভিযোগ করেন। অভিযোগকারী বলেন, আইবি অফিসার বলে আমার থেকে টাকা নিয়েছিল চাকরি করিয়ে দেওয়ার নামে। বাইকে আরবি লেখা থাকত। ছবি দেখিয়েছিল মুখ্যমন্ত্রীর সঙ্গে।


আরেক অভিযোগকারী যুবকের মা বলেন, আমার ছেলের পুলিশে চাকরি করিয়ে দেবে বলেছিল। ৭ লাখ টাকানিয়েছিল, বাড়ির দলিল দিতে বলে। 


পুলিশ সূত্রে খবর, ধৃতের কাছ থেকে আইপিএসের ভুয়ো পরিচয়পত্র উদ্ধার হয়েছে। অভিযুক্ত যুবক, ১৪-১৫ জনের কাছ থেকে প্রায় ৫০ লাখ টাকা হাতিয়েছেন বলে পুলিশের সন্দেহ। 


ওই একইদিনে, খাস কলকাতায় ধরা পড়ে আরেক ভুয়ো পুলিশ কর্মী। অভিযোগ, বাইকে পুলিশের স্টিকার ও কলকাতা পুলিশের লোগো লাগিয়ে গতকাল গার্ডেনরিচ থানা এলাকায় ঘুরে বেড়াচ্ছিলেন এক যুবক। 


সন্দেহ হওয়ায় বাইক থামিয়ে যুবককে জিজ্ঞাসাবাদ শুরু করেন মেটিয়াবুরুজ ট্রাফিক গার্ডের কর্মীরা। পরিচয়পত্র দেখাতে না পারায় পরে তাঁকে গ্রেফতার করে গার্ডেনরিচ থানার পুলিশ। ধৃত জিয়াউল হক গার্ডেনরিচেরই বাসিন্দা।