সমীরণ পাল, উত্তর ২৪ পরগনা: ঘর থেকে ঝুলন্ত দেহ উদ্ধার তৃণমূলের পঞ্চায়েত সমিতির সদস্যের। ঘটনার সময় মহিলার স্বামী বাড়ি ছিলেন না। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, আত্মঘাতী হয়েছেন তিনি। ঘটনায় হতবাক তৃণমূল নেতারা। তদন্তের দাবি তুলেছে বিজেপি।
তৃণমূলের পঞ্চায়েত সমিতির সদস্যার রহস্যমৃত্যু। ঘর থেকে উদ্ধার করা হয়েছে ঝুলন্ত দেহ। মৃত্যুর কারণ নিয়ে ধন্দ। যদি আত্মঘাতী হয়ে থাকেন, তাহলে কেন ওই মহিলা তা করলেন, বুঝে উঠতে পারছেন না তৃণমূল নেতারা। এরইমধ্যে বিজেপি এই মৃত্যুর ঘটনায় দাবি করেছে তদন্ত।
পুলিশ সূত্রে খবর, সোমবার সকাল ১১ টা নাগাদ উত্তর ২৪ পরগনার দেগঙ্গা পঞ্চায়েত সমিতির তৃণমূল সদস্যা পম্পা দত্তর ঝুলন্ত দেহ উদ্ধার হয় ঘর থেকে। সে সময় তাঁর স্বামী ঘরে ছিলেন না। পুলিশের প্রাথমিক অনুমান, আত্মঘাতী হয়েছেন মহিলা।
Bankura : সময় বাঁচাতে ঝুঁকি নিয়েই পারাপার ! মেজিয়ার ভগ্নপ্রায় মাতাবেল সেতু ঘিরে রাজনৈতিক তরজা
ঘটনার আকস্মিকতায় হতবাক তৃণমূল নেতারা। দেগঙ্গা পঞ্চায়েত সমিতির সভাপতি তৃণমূল নেতা মফিদুল হক শাহজিও জানিয়েছে, এই ঘটনায় তিনি অবাক হয়ে গিয়েছেন। বলেছেন, আগে পঞ্চায়েত সমিতির সভাপতি ছিলেন। অবাক লাগছে- কী করে এমন হল?
ভ্যাকসিন আছে, সিরিঞ্জ নেই! বাঁকুড়ার বহু কেন্দ্রে বন্ধ ভ্যাকসিনেশন
ঘটনায় তদন্তের দাবি তুলেছে বিজেপি। বিজেপি নেত্রী ও দেগঙ্গা পঞ্চায়েত সমিতি সদস্য দীপিকা চট্টোপাধ্যায় এই ঘটনায় তদন্তের দাবি করেছেন।
পুলিশ সূত্রে খবর, ঘর থেকে কোনও সুইসাইড নোট মেলেনি।
Arjun Singh:অর্জুন সিংহর বাড়িতে বোমাবাজির ঘটনায় এনআইএ তদন্তের নির্দেশ কেন্দ্রের
Bangla News: নেই প্রামাণ্য নথি, সরকারি সুবিধা থেকে ‘বঞ্চিত’ দাঁতনের প্রায় একশো শবর পরিবার