সমীরণ পাল, ঘোলা (উত্তর ২৪ পরগনা) : নামী কোম্পানির ডিস্ট্রিবিউটরশিপ পাইয়ে দেওয়ার নামে অনলাইনে প্রতারণার (Online Fraud) অভিযোগ। উত্তর ২৪ পরগনার (North 24 Parganas) ঘোলার এক ব্যবসায়ীর থেকে ধাপে ধাপে তিন লক্ষ ৭৪ হাজার টাকার বেশি হাতিয়ে নেওয়ার অভিযোগ দায়ের থানায়।


অনলাইনে প্রতারণার নানান ফন্দি। আর সেই ফাঁদে পা দিয়ে সর্বস্বান্ত হচ্ছেন মানুষ। এবার প্রতারণার অভিযোগ উঠল উত্তর ২৪ পরগনার ঘোলায়।অভিযোগ নামী কোম্পানির ডিস্ট্রিবিউটরশিপ পাইয়ে দেওয়ার নামে প্রতারণা করা হয়েছে এক ব্যবসায়ীকে। ধাপে ধাপে ৩ লক্ষ ৭৪ হাজার টাকার বেশি হাতিয়ে নেওয়া হয় বলে অভিযোগ। অনলাইনে লিঙ্ক পাঠিয়ে ফাঁদে ফেলা হয় ব্যবসায়ীকে। 


ঘোলার প্রসন্ন চ্যাটার্জি রোডের বাসিন্দা সোমনাথ সরকার। তাঁর কীটনাশক সরবরাহের ব্যবসা রয়েছে। ব্যবসায়ীর দাবি, কয়েকমাস আগে ইন্টারনেটে একটি নামী কোম্পানির সঙ্গে যোগাযোগের চেষ্টা করেন ওই ব্যবসায়ী। অভিযোগ, প্রতারকরা ওই নামী কোম্পানির নামে ভুয়ো অ্যাকাউন্ট খুলে ফাঁদ পেতেছিল। ব্যবসায়ী সেই ফাঁদে পা দেওয়ার পরই অনলাইনে লিঙ্ক পাঠানো হয়। অভিযোগ, এরপর ধাপে ধাপে হাতিয়ে নেওয়া হয় ৩ লক্ষ ৭৪ হাজার ৯৯৯ টাকা। 


গত ১৪ এপ্রিল ঘোলা থানায় প্রতারণার অভিযোগ দায়ের করেন ব্যবসায়ী। তারপর তিনমাস কেটে গেলেও অভিযুক্ত প্রতারকরা কেউ গ্রেফতার হয়নি। 


আরও পড়ুন- লোন শোধের পরও হুমকি, 'টাকা না দিলে খুন', অভিনব কৌশলে 'প্রতারণা'


প্রসঙ্গত, দিন কয়েক আগেই অনলাইনে (online) প্রতারণার (fraud) শিকার হন শান্তিনিকেতনের (Shantiniketan) এক যুবক (resident)। তাঁর হোয়াটসঅ্যাপে একটি মেসেজ আসে। সঙ্গে ছিল ভয়েস মেসেজ-ও। পেশায় গাড়িচালক সিকন্দরকে তাতে বলা হয়, লটারি পেয়েছেন তিনি। প্রথমে তাতে গুরুত্ব না দিলেও পরে ভয়েস মেসেজটি শোনার পর তিনি সংশ্লিষ্ট নম্বরে ফোন করেন। অভিযোগ, ফোনের ও পার থেকে মুম্বই এসবিআই শাখার কথা বলা হয়েছিল তাঁকে। সঙ্গে জানানো হয়, তিনি লটারি পেয়েছেন।