সুনীত হালদার, হাওড়া : অ্যাপের মাধ্যমে ঋণ ( Loan ) দেওয়ার নামে অভিনব কৌশলে প্রতারণার অভিযোগ হাওড়ায়। ঋণ শোধ করার পরও, ব্ল্যাকমেলের পাশাপাশি যুবককে খুনের হুমকি (Threat ) দেওয়ার অভিযোগ উঠল প্রতারকদের বিরুদ্ধে।


ব্ল্যাকমেল করা হত কী বলে 
বেসরকারি সংস্থার কর্মী জয় চক্রবর্তীর অভিযোগ, লোন অ্যাপের মাধ্যমে  ঋণ নিয়েছিলেন  তিনি । তারপর সেই ১০ হাজার টাকার ঋণ শোধও করে দেন তিনি। এরপর থেকেই প্রতারকরা ব্ল্যাকমেল করা শুরু হয় তাঁকে।  চাপ দিয়ে নিতে শুরু করে  প্রতারকরা।

আরও পড়ুন 


বাড়ি-গাড়ির জন্য লোন করেছেন ? এক ধাক্কায় অনেকটা বাড়ল সুদ


 মহিলাদের সঙ্গে ঘনিষ্ঠ ছবি সুপারইম্পোজ


অনলাইন অ্যাপের ( Online App )  মাধ্যমে প্রথমে ১০ হাজার টাকা ঋণ নেন তিনি।  পরে সেই টাকা শোধও করে দেন। অভিযোগ, এরপরও টাকা পুরো শোধ হয়নি বলে ফোন করে চাপ দিতে থাকে প্রতারকরা! জয়ের দাবি, বাধ্য হয়ে তিনি অন্য লোন অ্যাপের মাধ্যমে ফের ঋণ নেন। মোট দেনার পরিমাণ লক্ষাধিক!


টাকা না দেওয়ায়, তাঁর মোবাইল ফোন হ্যাক করে প্রতারকরা। সুপার ইম্পোজ করা অশ্লীল ছবি, তাঁরই হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট থেকে কনট্যাক্ট লিস্টে থাকা পরিচিতদের পাঠানো হয়। অভিযোগকারীকে কখনও ঋণখেলাপি বলে, কখনও মহিলাদের সঙ্গে ঘনিষ্ঠ ছবি সুপারইম্পোজ করে তাঁকে পাঠাত প্রতারকরা।  মোবাইলের কনট্যাক্ট লিস্টে থাকা পরিচিতদের কাছে পৌঁছে যেত সেই সব ছবি ও অপপ্রচার করা বার্তা। টাকা না দিলে খুনের হুমকিও দেওয়া হত বলে অভিযোগ করেছেন তিনি। বোটানিক্যাল গার্ডেন থানায় অভিযোগ জানান তিনি।  দক্ষিণ বাকসাড়া এলাকার বাসিন্দা জয় চক্রবর্তীর অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে হাওড়া সিটি পুলিশের সাইবার ক্রাইম সেল। 


চাকরি দেওয়ার নামে প্রতারণার অভিযোগ
অন্যদিকে, কলকাতা পুরসভার সেক্রেটারি পরিচয়ে ভুয়ো ই মেল আইডি বানিয়ে চাকরি দেওয়ার নামে প্রতারণার অভিযোগ। নদিয়ার রানাঘাটে তল্লাশি চালিয়ে ২ জনকে গ্রেফতার করেছে লালবাজারের সাইবার ক্রাইম শাখার পুলিশ।