সমীরণ পাল, বনগাঁ: উত্তর ২৪ পরগনার (North 24 Parganas) গোবরডাঙায় (Gobordanga) দলের কর্মিসভায় পরিচয়পত্র দেওয়া নিয়ে মন্তব্য করে বিতর্কে জড়ালেন তৃণমূল নেতা (TMC Leader) গোপাল শেঠ। তিনি বলেন, দলের দেওয়া কার্ড নিয়ে কোনও কর্মী সরকারি অফিসে গেলে তিনি গুরুত্ব পাবেন। যা শুনে সমালোচনা করেছে বিজেপি (BJP)। তবে বিতর্ক শুরু হতেই, সাফাই দিয়েছেন শাসক দলের নেতা।


তৃণমূল নেতার বক্তব্যে বিতর্ক: সামনের বছর পঞ্চায়েত ভোট (Panchayet Election)। তারই প্রস্তুতিতে রবিবার উত্তর ২৪ পরগনার গোবরডাঙায় কর্মিসভা ছিল তৃণমূলের (TMC Leader)। সেখানেই বনগাঁ (Bongaon) সাংগঠনিক জেলার তৃণমূল সভাপতি গোপাল শেঠকে বলতে শোনা গেল, দলের দেওয়া কার্ড নিয়ে কোনও কর্মী সরকারি অফিসে গেলে তিনি গুরুত্ব পাবেন। বনগাঁ সাংগঠনিক জেলার তৃণমূল কংগ্রেসের গোপাল শেঠ বলেন, “আমরা প্রত্যেককে একটা করে কার্ড করে দেব। আপনারা কোনও অফিসে গেলে, আপনারা ওই কার্ডটা আপনাদের কাছে রাখলে, প্রত্যেকটা অফিসে গুরুত্ব দেবে। প্রশাসনিক অফিসে গুরুত্ব দেবে।‘’


কটাক্ষ বিজেপির:  তৃণমূল নেতার পরিচয়পত্র মন্তব্য-বিতর্কে তীব্র কটাক্ষ করেছে বিজেপি (BJP)। বনগাঁ সাংগঠনিক জেলার বিজেপির সাধারণ সম্পাদক দেবদাস মণ্ডল বলেন, “এখন কাটমানি (Cut Money) অন্যভাবে খাচ্ছে, তখন হয়তো কার্ড দেখিয়ে খাবে।’’ তাঁর মন্তব্য নিয়ে বিতর্ক দানা বাধতেই, পাল্টা সাফাই দিয়েছেন গোপাল শেঠ। গোপাল শেঠের বক্তব্য, “সেই ছেলেটা যে ভাল, সামাজিক কাজ করতে যাচ্ছে তা প্রমাণ করার ব্যাপার আছে। তাই তো সে গেলে প্রশাসনিক কাজের সুবিধা দেবে, ওই কার্ড নিয়ে অপকর্ম করা যাবে না, রাতে তাকে পুলিশ পাঠিয়ে ধরে নিয়ে আসব।’’এবার থেকে কোনও নেতা কথায় কথায় তাঁর ছবির পাশে মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবি রাখতে পারবেন না বলে, নির্দেশ দিয়েছেন বনগাঁ সাংগঠনিক জেলার সভাপতি।


আরও পড়ুন: TMC: হল ভাঙতে ‘তোলাবাজি’ চেয়েছেন সুজিত বসুর আপ্ত সহায়ক? মেয়রকে চিঠি দিলেন ঠিকাদার