সমীরণ পাল, উত্তর ২৪ পরগনা: বিষধর সাপের (Snake) কামড় খেয়েও অদম্য ইচ্ছা শক্তি নিয়ে হাসপাতালের বেডে (Hopsital Bed) বসে পরীক্ষা দিলেন মাদ্রাসা বোর্ডের মাধ্যমিক পরীক্ষার্থী (Madhyamik 2023)। স্কুলের শিক্ষকদের (Teacher) ঐকান্তিক প্রচেষ্টা ও দেগঙ্গার বিধায়ক রহিমা মন্ডলের সহযোগিত বিশ্বনাথপুর হাসপাতালের বেডে বসে ওই পরীক্ষার্থী পরীক্ষা দিলেন।


দেগঙ্গার আরিজল্লাপুর হাই মাদ্রাসার ছাত্রী তানিয়া পারভিন তার পরীক্ষার সেন্টার পড়ে ইয়াজপুর হাই মাদ্রাসতে। আজ শনিবার ছিল আরবি পরীক্ষা। সকালবেলায় দশটা নাগাদ বাড়িতে পরীক্ষা দিতে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিল সেই সময় ঘরের মধ্যে ঢুকে একটি বিষধর সাপ তাকে কামড়ে চলে যায়। তানিয়া পারভীনের পা দিয়ে রক্ত বার হতে থাকে। সঙ্গে সঙ্গে পরিবারের লোকজন বিশ্বনাথপুর হাসপাতালে নিয়ে ভর্তি করে। এই পরিস্থিতিতে তানিয়ার মা-বাবা স্কুল কর্তৃপক্ষকে জানান ঘটনার কথা।


পাশাপাশি দেগঙ্গার বিধায়ক রহিমা মন্ডল খবর পেয়ে হাসপাতালে ছুটে যান। হাতে স্যালাইন দেওয়া অবস্থায় ওই ছাত্রী পরীক্ষা দেওয়ার পরীক্ষা দেওয়ার আর্জি জানান। স্কুল কর্তৃপক্ষ প্রশ্নপত্র খাতা নিয়ে হাসপাতালে পৌঁছে যায়। সেখানেই তার পরীক্ষা দেওয়ার ব্যবস্থা করা হয়। স্কুলের শিক্ষক মোঃ আব্দুর রশিদ জানান , যখন হাসপাতালে এসে পৌঁছায় লক্ষ্য করে ছাত্রীর পা দিয়ে রক্ত বার হচ্ছে। চিকিৎসা চালু হয়। তাঁর অদম্য ইচ্ছাশক্তিতে হাসপাতালের বেডে বসে পরীক্ষা দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। ওই ছাত্রীর শারীরিক অবস্থা শেষ অবধি পাওয়া খবরে, একটু স্বাভাবিকের দিকে। তবে তাঁর ইচ্ছা শক্তিকে কুর্নিশ জানিয়েছেন স্কুলের শিক্ষক থেকে শুরু করে স্থানীয় বিধায়ক। ঘটনা ইতিমধ্যে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে দেগঙ্গায়। 


আরও পড়ুন, 'কমেছে মাধ্যমিক পরীক্ষার্থীর সংখ্যা, বেড়েছে ভোটার', দাবি শুভেন্দুর


প্রসঙ্গত, রাজ্যে জীবনের প্রথম বড় পরীক্ষায় বসাই হয়নি জলপাইগুড়ির রাজগঞ্জের বাসিন্দা মাধ্যমিক পরীক্ষার্থীর। পরীক্ষা দিতে যাওয়ার পথে, হাতির হানায় মৃত্যু হয় ওই ছাত্রের। তারপরই হাতির হানা নিয়ে সতর্কতা জারি করা হয় রাজ্য জুড়ে। খোদ মুখ্যমন্ত্রীর নির্দেশে তৎপরতা বৃদ্ধি পায় বনদফতরেরও। তবে শুধু বন দফতরই নয়, রাজ্য পুলিশ, কলকাতা পুলিশ সমানভাবে সাহায্যের হাত এগিয়ে দিয়েছে। প্রস্তুত রয়েছে রাজ্যের হাসপাতালও। মধ্যশিক্ষা পর্ষদ সূত্রে খবর, এবার মাধ্যমিকে পরীক্ষার্থী কমেছে প্রায় ৪ লক্ষ। মোট পরীক্ষার্থীর সংখ্যা মাত্র ৬ লক্ষ ৯৮ হাজার ৬২৮। উল্লেখ্য, পরীক্ষা নির্বিঘ্ন করতে পর্ষদ ও পুলিশের পক্ষ থেকে সব রমক ব্যবস্থা করা হয়েছে। খোলা হয়েছে কন্ট্রোল রুম। পর্ষদের হেল্পলাইন নম্বর হল হেল্পলাইন নম্বরগুলি হল- 03323213827, 03323592274। পর্ষদ সভাপতির অফিসের নম্বর হল- 03323213089। পর্ষদের সচিবের দফতরের নম্বর- 03323213816। প্রয়োজনে পর্ষদকে ই-মেলও করা যাবে। ই-মেল আইডি হল-examwbbse@gmail.com।