সমীরণ পাল, বাদুড়িয়া: উত্তর ২৪ পরগনার (North 24 Parganas) বাদুড়িয়ায় (Baduria) জেলা পরিকল্পনা আধিকারিকের সই জাল করে নুসরত জাহানের (Nusrat Jahan) সাংসদ তহবিলের (MP Fund) টাকায় রাস্তা তৈরির ভুয়ো ওয়ার্ক অর্ডার বের করার অভিযোগ উঠল। গ্রেফতার অভিযুক্ত। চক্রে জড়িত আরও কয়েকজন, প্রাথমিক তদন্তে অনুমান পুলিশের। 


নুসরত জাহানের (Nusrat Jahan) সাংসদ তহবিলের (MP Fund) টাকায় রাস্তা তৈরির নামে প্রতারণার অভিযোগ। জেলা পরিকল্পনা আধিকারিকের সই জাল করে প্রতারণা। প্রতারণার অভিযোগে গ্রেফতার ১। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে উত্তর ২৪ পরগনার বাদুড়িয়া চাতরা গ্রাম পঞ্চায়েতে (Chatra Gram Panchayat)।


পঞ্চায়েতের তরফে অভিযোগ, জেলা পরিকল্পনা আধিকারিকের সই জাল করে নুসরত জাহানের (Nusrat Jahan) সাংসদ তহবিলের টাকায় রাস্তা তৈরির ভুয়ো ওয়ার্ক অর্ডার বের করা হয়। ভুয়ো ইমেলের মাধ্যমে সেই ওয়ার্ক অর্ডার পাঠানো হয় পঞ্চায়েত অফিসে। ইমেলের মাধ্যমে পঞ্চায়েত এলাকায় দ্রুত রাস্তা তৈরির কাজ শুরুর নির্দেশও দেওয়া হয়।  ইমেল দেখে সন্দেহ হওয়ায় বিষয়টি আধিকারিককে জানানো হয়।


বাদুড়িয়া চাতরা পঞ্চায়েতে ভারপ্রাপ্ত প্রধান আসলাম উদ্দিন, “আমাদের কাছে মেল আসে। সন্দেহ হয়। আধিকারিককে জানায়।’’এরপরই বাদুড়িয়া থানায় অভিযোগ দায়ের করেন সরকারি আধিকারিক। উত্তর ২৪ পরগনার জেলা পরিকল্পনা আধিকারিক শারদদ্যুতি চৌধুরী বলেন, “ওয়ার্ক অর্ডার আমার সই নেই । জানতে পেরে অভিযোগ দায়ের করি।’’তদন্তে নেমে আরিজুল ইসলাম নামে এক ব্যক্তিকে গ্রেফতার করে পুলিশ। একাধিক পঞ্চায়েতে এ ধরনের প্রতারণা হয়ে থাকতে পারে, চক্রে জড়িত আরও কয়েকজন, প্রাথমিক তদন্তে অনুমান পুলিশের। 


এদিকে বিবাহ বহির্ভূত সম্পর্কের জেরে দিনকয়েক আগে উত্তর ২৪ পরগনার খড়দার ১৮ বছরের তরুণকে অপহরণের অভিযোগে প্রেমিকার স্বামী-সহ দু’জনকে গ্রেফতার করে পুলিশ। পুলিশের তরফে দাবি করা হয়, ধৃতরা জেরায় জানিয়েছেন, ১ ডিসেম্বর, রাহুল ঝা নামে ওই তরুণকে অপহরণের পর পানিহাটির নির্জন এলাকায় নিয়ে গিয়ে খুন করা হয়। এই ঘটনায় চার-পাঁচজন জন জড়িত ছিল। খুনের পর অভিযুক্তরা ক্যানিংয়ে গা ঢাকা দেয়। ৩ তারিখ ফিরে এসে ওই তরুণের মৃতদেহ খণ্ড খণ্ড করে প্লাস্টিকে মুড়ে ভাসিয়ে দেওয়া হয় মাঝ গঙ্গায়। ধৃতরা জেরায় একথা জানিয়েছে বলে দাবি পুলিশের।


আরও পড়ুন: Siliguri News: বামেদের পুর অভিযানকে কেন্দ্র করে উত্তেজনা শিলিগুড়িতে