সমীরণ পাল, অশোকনগর (উত্তর ২৪ পরগনা) : কখনও কাঁকিনাড়া, কখনও আবার অশোকনগর, পথ কুকুরদের খাবার দেওয়ায় উত্তর ২৪ পরগনার (North 24 Parganas) দুই জায়গায় পশুপ্রেমীদের (Dog Lover) উপর হামলার অভিযোগ উঠল।


কাঁকিনাড়ার (Kankinara) মাদ্রাল এলাকার বাসিন্দা এই মহিলার দাবি, দীর্ঘদিন ধরে তিনি বাড়ির সামনে পথ কুকুরদের খেতে দেন। অভিযোগ, শুক্রবার খাবার দেওয়ার সময় তাঁকে মারধর করেন এক প্রতিবেশী। একই অভিযোগ উঠেছে অশোকনগর (Ashoknagar) কল্যাণগড় পুরসভার ২১ নম্বর ওয়ার্ডে। পথ কুকুরদের খাবার দিতে গেলে পশুপ্রেমী মহিলাকে রড দিয়ে বেধড়ক মারা হয় বলে অভিযোগ।


ঠিক কী অভিযোগ


কাঁকিনাড়ায় অভিযোগকারিণীর দাবি, 'প্রতিবেশী এসে ধাক্কা মারে। ওর স্ত্রী হাত চেপে ধরে ফোন কেড়ে নেয়। ৬ জন মিলে মারধর করে। বলে পুলিশে কাজ করি, কতদূর যেতে হয় যাব।' পাল্টা অভিযুক্ত-র দাবি, 'কোনওদিন খাবার দিয়ে ধোয় না, এক মহিলাকে কুকুর কামড়ায়। উনি বলেন খাবার নষ্ট করছেন, এতে রেগে যান। ঠেকাতে গেলে বলে মেরেছে।'


এদিকে, অশোকনগরের অভিযোগকারিণীর দাবি, 'রোজ চারটে কুকুরকে খাওয়াই। খাইয়ে ফেরার পথে রড দিয়ে মেরে বলে কুকুরকে খাওয়াতে আসবি না।একজন মারে,দুজন গালিগালাজ করে। আমি কুকুরগুলোকে খাওয়াব।'


ভাটপাড়া ও অশোকনগর থানায় অভিযোগ দায়ের হয়েছে। পুলিশ সূত্রে খবর, অভিযোগ খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হবে। 


আরও পড়ুন- সরকারি হাসপাতালের সার্জিক্যাল ওয়ার্ডে রোগীর রক্ত অদল-বদল! মারাত্মক অভিযোগ রামপুরহাটে


এদিকে, কয়েকদিন আগেই ফের চিতাবাগাঘের আতঙ্ক ছড়িয়েছিল জলপাইগুড়িতে (Jalpaipuri)। জলপাইগুড়ি জেলায় ডুয়ার্সের গয়েরকাটা চা বাগানের (Gairkhata Tea Estate) ঘটনা। গয়েরকাটা চা বাগানের হিন্দুপাড়া ডিভিশনের ১০ নম্বর সেকশনের ঘটনা। বাগানে কাজ করার সময় এক মহিলা শ্রমিকের উপর চিতাবাঘ হামলা করে বলে অভিযোগ। বন্যপ্রাণীর হামলার ঘটনায় গুরুতর জখম হয়েছেন এক মহিলা শ্রমিক। তাঁর নাম সরস্বতী বিশ্বাস, গয়েরকাটা জ্যোতির্ময় পল্লির বাসিন্দা।